বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

ঝুলন্ত ভালবাসা - -

প্রতিদ্বন্দ্বী আমার, ছিল আমার অন্তরে, -
তুমি যদি ভাব নিজেকে বিজেতা, 
তা ভাবতে পারো, সুপুরুষ 
কি কাপুরুষ তার 
ইতিহাস 
নিয়ে ঘাটাঘাঁটির সময় গেছে গড়িয়ে !
এখন দেবব্রত শাখা কন্টকে 
শয্যাসায়ী, ইচ্ছামৃত্যুর 
অভিশাপ কি 
বরদান 
বয়ে চলেছে দেহ ও প্রাণের জগৎ, সে 
প্রেম ছিল কি ক্ষনিক আবেশ,
এখন ভাবা নিরর্থক,
অগ্নি কুণ্ডের 
বাইরে 
শুধুই বেরিয়ে আসে ধুম্রবলয় কিংবা 
অবশেষের চিতাভস্ম, এখন 
তুমি ঠিক কর কে 
যজ্ঞের শিখা 
আর কে 
সৎ প্রতিক ! ভাবনার মহাকালের - 
কাঁধে ঝুলে রয়েছে তথাকথিত 
প্রণয়ের অবশ দেহের 
শুন্য সৃষ্টি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art by Don Li-Leger 

বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৩

অঞ্জলি ভরা ভালবাসা -

শুকনো ঝরা পাতার সঙ্গে প্রায়শ কথা বলে - 
সরু পাহাড়ি নদী, কোন শীতকালের 
চুপসান সন্ধ্যার ঘটনা, যখন 
সবুজ ভাবনারা চেয়ে 
ছিল ছুঁতে বুকের 
হুলুস্থূল 
তরঙ্গ, ডুবতে চেয়ে ছিল গহিন অন্তর দ্রোণীর 
শেষ প্রান্তে, শিকড় হতে আনত কচি 
ডগা পর্যন্ত, ভরতে চেয়ে ছিল 
চিরহরিৎ অনুভূতি, হয় 
ত কিছুটা এগিয়ে ও 
ছিল সম্ভবত 
কিন্তু 
মৌসুমের আগে সব কিছুই বৃথা, না আর সে 
তুমি শিরীষ ফুলের বিরাট গাছ, না 
আর আমি শৃঙ্খল ভাঙ্গা 
শ্রাবণী মুক্তধারা,
শুধুই চেয়ে 
রই 
তোমার পল্লব বিহীন শাখা প্রশাখা, কঙ্কাল - 
রুপি দেহ, আর এক ফালি শ্বেত মেঘ,
তবু বহে যাই বুকে নিয়ে কিছু  
অঞ্জলি ভরা ভালবাসা !
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Margaret Denholm Art 

সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৩

কিছুই আর মনে নেই - -

এতদিনের পরে সে কোন মরমিয়ার রূপে, 
আকাশ ঘিরে অকস্মাৎ ভিজিয়ে 
দিতে চায় মনের ঊষর 
ভূমি, আলগোছে 
ভাবনার 
চিরকুট উড়ে চলেছে দিশাহীন সমীরণে,
এমনিও জীবনের বাতায়ন ছিল 
আধ ভাঙা, জর্জর, তার 
উদ্দাম আঘাতের 
ফলে এখন 
বৃষ্টির ঝরনা যায় ছিঁটিয়ে দেহ ও প্রাণে,
যেখানে ইচ্ছে ওখানে, অবাধ্য 
এই ভাবে অনুপ্রবেশ,
ডেকে আনতে 
চায় 
অনাহূত, অসময়ের কাল বৈশাখী ঝড় !
উদ্ ধ্বস্ত জীবন বসে রয় একান্তে, 
শেষ রাত্রির দিকে, বুকের 
গভীরে জড়িয়ে কিছু 
ভাঙা স্বপ্নের 
মিহি 
কণিকা, এই ছাড়া সারা রাত কি হলো 
না হলো, কিছুই আর মনে নেই !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
night bloom 1

পৃষ্ঠতলে কোথাও - -

ভাঙা ঘাটের জলসীমায় দাঁড়িয়ে একাকী, 
খুঁজি হারানো আত্ম পরিচয়, 
কচুরিপানায় ঢাকা
সেই ভাসন্ত 
জগতের নিচে, দিঘির ঠিক পৃষ্টতলে - - 
বুঝি কোথাও আছে জীবনের 
খণ্ডিত প্রতিবিম্ব, মৌন 
জলোচ্ছ্বাস !
নীরব 
সুপুরিগাছের ভিড়ে চাঁদ আজ আর জেগে 
ওঠে নি, অনেক দিনের বোধ হয় 
নিশিপালন, অনেক সময় 
এমন হয়ে থাকে,
জোছনার 
সন্ধানে আঁধার নিজেই যায় পথ হারায়ে,
তার প্রেমের অশ্বত্থ গাছের চারা 
ঝুরি নামিয়ে ছুঁতে চায় 
হৃদয়ের সজল 
ধরাতল,
আর আমি ভাঙা সিঁড়ির খোদল হয়ে - - 
যেতে চাই ক্রমশঃ, দিন প্রতি - 
দিন, যুগিয়ে দিতে 
কৌতুহলী,
পরিপূর্ণ ভাবে মজবুত থামের এক রাশ 
ভূমি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Chinese Painting Lotus





শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

গোপন সুখ - -

ওই আবছায়া প্রান্তে সরে যাওয়া টা ছিল না 
সমাধানের কারণ, আসলে নৈসর্গিক 
দংশনের ধাত যায় না সহজে, 
না, তুমি এখনো পৌঁছতে
পারো নি ক্রম -
বিকাশের
শেষ ধাপে, আর আমিও কোথায় যে হলাম 
নিখুঁত মানুষ, শুধুই ঠকিয়ে চলেছি 
পরস্পর কে, চতুর্দিকে 
আছে ঘিরে 
অদৃশ্য 
দর্পণের পরিসীমা, আপনমনে আনন্দিত !
যে আমায় উলঙ্গ দেখি নি কেউ,
নৈতিকতা এখন পুরাতন
ক্যালেন্ডার, বইর 
মলাটে যদি 
কাজে 
লাগে, তাই পাক দিয়ে রেখেছি মহৎ সব 
অমৃত বাণী, ঠিক মুখোশের খুব 
কাছাকাছি, বলা যায় না 
হঠাৎ কখন, যে 
কোথায় 
ছদ্মবেশীর ভূমিকার জন্য দরকার পড়ে,
তাই আশ্চর্য্য, মাত্র সম্পর্ক ভাঙার 
জন্য এত কিছু জাল বোনা,
আসলে আরণ্যক 
ভাব থাকে 
শিরায় 
শিরায়, শিকারের গভীর গোঙানির মাঝে 
অনেকেই খুঁজে গোপন সুখ, 
ব্যতিক্রম আমরা 
কেউ নই !
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/

Sarah Ellen Reay 1

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

অগ্নিরেখার ওই পারে - -

ইদানীং সব কিছু যেন আবছা, অর্থহীন !
কেমন যেন পরকীয় গন্ধ ভেসে 
আসে আত্মীয় স্বজনের 
মাঝে, আড়ষ্ট 
জীবন 
খুঁজে বেড়ায় নাকচ মঠের নীরবতা, -
রাখতে চায় লুকিয়ে, ক এক
ফোঁটা আকাশী অশ্রু,
বুকের পাঁজরে,
খুবই 
সাবধানে, ওই সজল অনুভূতির জানি -
আছে কিছু মুহুর্তের আয়ু, ঠিক 
কোন এক সময়ের সেই 
তোমার বুকের 
সিক্ত 
সোহাগ, অন্য বিকল্প খোঁজা সহজ নেই,
তাই অর্ধরাত্রির নিভৃত শেষ -
প্রহরে, জীবন পাল্টিয়ে 
চলেছে শুন্য 
চোখে 
অতীতের ডায়েরি, ভালবাসার পুরোনো 
দুর্বল পাতা, ছুঁতে চায় শুষ্ক ফুলের 
হারানো আবেগপ্রবণতা,
ভরতে চায় হৃদয়ে 
অধুনালুপ্ত 
গন্ধ !
কিন্তু কি সব কিছু মনের মতন পাওয়া 
যায়, শুকনো ফুলের নিচে এক 
বিবর্ণ দাগ ছাড়া, বাকি 
বলতে কিছুই নেই,
সময়ের 
নিজস্ব এক অগ্নিরেখা আছে বৈকি, পার 
হলেই সব কিছু শেষ - - 
* * 
- শান্তনু সান্যাল 
Oil Painting by Hellenne Vermillion

http://sanyalsplanet.blogspot.com/
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmFrCvJIStDVaby2oXyrDpho-Os1-xYkQEwWUVmQHHnOTrP_0L6F0WMGaO0fw-msOvF3shs0rrYTaCbj04hMIKrdVzKqXlw9U5nNVNCLiiclRR_j1B5G5wv4wFsWmnpky9Uv8WJD5HH-I/s1600/paintings+006.JPG

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৩

মধুর দংশন - -

জীবন থেকে গভীরতর, তোমার ওই মর্মভেদী 
চাহন, ঝাঁকিয়ে যায় পলকা হৃদয় তন্তু, 
ক্ষণে ক্ষণে কেঁপে উঠে আধো ঘুমন্ত, 
কচি আবেগের নবজাত, 
সিক্ত কিশলয়, 
কেমন 
ভাবে বোঝাই, তোমার ওই নির্বাক চেহারায় -
থেমে রয়, এক আসন্ন বিক্ষিপ্ত ঝড়, 
এক নিবিষ্ট মৌন ভাবনা,
এক অদৃশ্য অবাধ্য 
পরিপূর্ণ 
গাঁজন, পূর্বাভাস পেরিয়ে এক অদ্ভুত উন্মাদন !
করে যায় দেহ ও প্রাণে, কল্পনার বাইরে 
মারাত্মক কিন্তু মধুর দংশন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Painting by Anan Prapaso 

বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

অসীম শুন্যতা - -

শব্দহীন গাঢ় আঁধারে, অনেক ক্ষণ প্রতীক্ষার 
পরে, ফিরে এলাম স্ব বৃত্তে, এখন 
বর্ণহীন দেয়াল, চোয়ান 
চিহ্ন, ঝরা ফুলের 
বৃন্তের 
সাথে কথোপকথন, সময়ের আকুঞ্চনে - - 
নিজের আবিষ্কার ! কুয়াশা 
সরিয়ে বৃদ্ধ আয়নার 
সম্মুখীন, কিছু 
আলোচনা 
কিছু 
নিজে কে ফিরে পাওয়া, অন্তরালে তুমি ও 
আছো নীরব দাঁড়ায়ে, অদৃশ্য !
চাহিদার ফর্দ নিয়ে 
হাতে, হয় ত 
কিছু 
চোরা স্বপ্ন এখনো লিখে রেখেছ নিজের - 
মনের তালিকায় ! দ্বিধাগ্রস্ত 
জীবন ফিরে দেখতে 
চায় না তোমার 
সজল 
চোখের গুপ্ত তরঙ্গ, কিছু ভাঙা ঢেউর 
আর্তনাদ, কিছু অপূর্ণাঙ্গ ফুলের 
অসময়ে ঝরে যাওয়া !
কিন্তু নিয়তির 
আগে সব 
কিছুই 
অনিশ্চিত, না তুমি সেই দুর্লভ শিশির 
বিন্দু, না আমার বুকে আছে 
বাকি ঝিনুকের অমূল্য 
প্রতিভাস, শুধু 
মাত্র এক 
দীর্ঘ নিঃশ্বাস - - - অসীম শুন্যতা - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
no idea about painter 8

সোমবার, ২১ জানুয়ারী, ২০১৩

সাঁঝের আগে - -

এখানে রোদের অপেক্ষায় দিন যায় গড়িয়ে,
সকাল ও সন্ধ্যার সামঞ্জস্যে চিরকাল 
প্রতিজ্ঞাবদ্ধ এই জীবন, তবু 
ও আশার নদী, নিরন্তর 
উজানমুখী, 
তোমার প্রতিশ্রুতি সত্যি কি মিথ্যে, সেটা 
তুমিই নির্ভুল যান, এখানে সাঁঝের 
আবছা আলোয়, মন চায় 
তোমার জ্ঞাতসারে,
ভুলে কাছে 
আসা, এই ঘিঞ্জি স্বপ্নের নিজস্ব আছে, এক 
অদ্ভুত মোহিনী মায়া, লেবু গন্ধে 
মাখা পুকুর পারের ছায়া,
দেখি তুমি আসছো 
ভিড়ের মাঝে 
একাকী
ক্লান্ত, ব্যথিত কিন্তু অপরাজিতা, সেই - - 
আগমনের খবর, দিয়ে যায় 
অপ্রত্যাশিত ভাবে,
পাশের বাড়ির 
হাসিমুখ 
শিশু, হৃদয় জানে তুমি ভুলবে না কোনোই
ভাবে, চির পরিচিত আমার ওই 
উপান্তের ভাঙা জীর্ণ শীর্ণ
একমাত্র ঠিকানা -
* * 
- শান্তনু সান্যাল  
Amy Hautman Paintings
http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩

প্রণয় গন্ধ - -

জানি মম প্রহত দেহে আছে, কত গভীর কাটা চিহ্ন, 
বহু রক্তের ডেলা, অনেক কাঁটা বিদ্ধ আহত 
কোষ, তবুও জীবন আগুয়ান, যে 
বিন্দুতে এসে হারিয়েছি 
অস্তিত্বের মূল্য,
ওই উত্স 
হতে পুনরায় নব ভ্রমণের সূত্রপাত, শেষ বিচার - 
থাক ভবিষ্যতের বুকে, এখনো সুদুর প্রান্তরে 
থেমে আছে চঞ্চল গন্তব্যের অপেক্ষা,
এখনো জীবন চায় দিগন্তের 
অদৃশ্য ভালবাসা, 
এখনো 
তোমার চোখে আমার কদর যাই নি হারায়ে, -
আজ ও তুমি সেই মধুময় সন্ধ্যা !
আজ ও আমি ওই তৃষিত 
আঁধার, বুকে 
জড়িয়ে 
রাখতে চাই নিশিপুষ্পের প্রগাঢ় প্রণয় গন্ধ - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Derek McCrea 

শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩


সরাসরি ভাবে - -

কোনো জরুরি নয়, তোমার বুকের বেদনার -
কারণ শুধুই আমি, একাকী কাচের 
ফুলদানির ব্যথা  ফুল গন্ধ 
রূপ রং কিছুই হতে 
পারে, এই 
সুন্দর 
অভিযোগের আড়ালে দাঁড়িয়ে আছে শঙ্কিত 
প্রেম অথবা অলিক প্রতিশোধ, সেটা 
তোমার হৃদয় একমাত্র জানে, 
আমি কিন্তু ভাসা -
ভাসা নদীর 
তীর !
আকাশের রঙ্গে যাই সহজে মিলে, তোমার 
মেজাজের খবর রাখি কেমন করে 
আমি নিজেই নই নিজের 
ভিতরে, চলকে 
যাই প্রতি 
মুহুর্তে, 
বাউণ্ডুলে কি পলাতক আমার অস্তিত্ব চির 
অবর্ণিত ! আমাকে নিয়ে তোমার 
অভিমত কিছুই হতে পারে,
আমি কিন্তু পুনরায় 
শুধাই ওই 
বুকের 
যন্ত্রণার দায়ী, কোনভাবে ও আমি নই - - 
* * 
- শান্তনু সান্যাল
http://sanyalsduniya2.blogspot.com/

http://sanyalsplanet.blogspot.com/
Cécile Leroy
hope - zen painting 

অস্থায়ী চুক্তি - -

তোমার অদৃশ্য শর্ত যা কিছুই হতে পারে, 
আমি বন্ধনমুক্ত মনোবৃত্তি, আজন্ম 
বেদে, ঘুরে বেড়াই দেশ 
দেশান্তরে, 
তোমার অভিলাষে, দেহের গন্ধ কি বুনো 
ফুলের কাঁচা মৃন্ময়ী সুবাস, ধরা 
মুশকিল, আমি এক চির 
পরিযায়ী আবেগ,
অধরা ! 
কখনো চোখের আগে কখনো নেপথ্যের 
আঁধারে, খুঁজি তোমায় তোমারই 
মাঝারে, এই চৌম্বকীয 
ক্ষেত্রের মধ্যস্থলে 
সব কিছুই 
অফলপ্রসূ, ক্রমশঃ হারায় গুরুত্বের - 
সীমানা, তাই বলি - না তুমি 
পূর্ণ অনুরত, না 
আমার 
পক্ষে সুবর্ণ টেকসইতাই সম্ভব, কেবল 
অস্থায়ী চুক্তি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Emerging Moon Painting by John Williams.jpg

শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

ঝুলন্ত সিঁড়ির ধাপ - -

আরশির আগে হেরে যাই বারে বারে, কি ভাবে 
বোঝাই আমি সে নই, যার সন্ধানে দিবা 
নিশি সে খুলে রাখে প্রতিফলনের 
দ্বার, খুঁজে ছারখার 
চেহারায় 
কিছু পুরাতন উবর ভূমি, আকুঞ্চিত মুখে -
নোনা, ধুসর, মরুভূমির ছাড়া কি 
বা আছে, সে অবশ্যই 
জানে সব কিছু,
তবু ও 
জানি না কেন, সে জেনেশুনে ও ভালবাসে - - 
আমায়, তার এই প্রেম কি আত্মঘাত !
ফিরিয়ে আনে ডুবন্ত অস্তিত্ব 
আমার, তার চোখের 
আলোয় হয় ত 
আছে এক 
অদ্ভুত প্রতিবিধান, রক্ত ঝরিত দেহে উঠতে 
চায় জীবন, জানি না কোথায়, সেই 
ঝুলন্ত সিঁড়ির ধাপ মোহে 
বারে বারে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

stairs 2 no idea about painter 

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

অর্ধ সুপ্ত নদী - -

কোনো দিন যদি, নির্লিপ্ত সাঁঝে একাকী,
উদাসীন কোনো এক মুহুর্তে, যদি 
কুড়িয়ে পাও হঠাৎ আমার
কবিতার ছিন্ন পাতা, 
পড়তে ভুলো 
না  যেন, 
উঠিয়ে রাখবে কি না রাখবে সেটা - - 
তোমার নিজস্ব ব্যাপার, কত 
রঙীন পালক, কত শুষ্ক 
ফুল, বুকে জড়িয়ে 
রাখে জীর্ণ 
সময়ের বই, হয়ত মনের কোণে আজ 
ও বহে, সংকীর্ণ, গ্রীষ্মকালীন -
জলধারা, ওই বিবর্ণ 
জোছনার স্পর্শে 
হয়ত আজ 
ও আছে,অর্ধ আলোকিত বিছিন্ন নদীর  
বালুকা বেলা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

 Painting by Johann Georg Haeselich 

বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

ভগ্ন কাচের জানালা !

আত্ম বঞ্চনা কি অসময়ের প্রস্ফুটন কিছুই বলা 
ছিল মুশকিল, পেয়ালা ও অধরের মাঝের 
অনুবন্ধ, নিয়ে গেছে অনন্য জগতে, 
জাগ্রত বা ঘুমন্ত সেই মুহুর্তের 
বিশ্লেষণ, রইলো চির 
অপ্রকাশিত !
ওই দ্রবের তরলতা ভিজিয়ে গেছে অন্তরতম !
এখন জীবন নশ্বর কি অবিনশ্বর, বোঝা 
খুবই জটিল, মধ্যম পথের বেদনা 
লয়ে বুকে, অপরিচিত ছায়া 
হেঁটে চলেছে বহুদূর,
না সকাল নাহি 
সন্ধ্যাকাল,
রহস্যময়, এক উদ্ভাসিত সেতু ঝুলে আছে যেন
পৃথিবী ও অন্তরিক্ষের মাঝে, নির্জন দেহের 
পান্থশালা, খোলা ভাবনার সদর 
দরজা, ভগ্ন কাচের 
জানালা !
এখন শহর ছাড়িয়ে ভ্রমণকারী মরুযাত্রী দল,
বিলীনতার পথে প্রণয়ের প্রতিধ্বনি !
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
En Paradis commissioned wall panel 







মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

অদ্ভুত বন্দিশালা - -

সম্ভব কোথায় বুকে আকাশ ভরে রাখা,তার
চাহিদা কল্পনার বাহিরে, জীবন 
সীমাবদ্ধ, ক্ষণিক মুহুর্তের 
খেলা, তার দাবির 
এলাকা খুবই 
বিস্তীর্ণ,
বহু জন্মের পরেও, যেন সীমান্ত হাতছাড়া, -
তার পরশে আছে জানি না কেমন 
অনল তরঙ, ভেসে ওঠে 
অভিলাষের শিখা,
ভস্মিত 
ভাবনার স্তূপ হতে, ফিরিয়ে আনে বারংবার 
দেশান্তরী ভালবাসা, উন্মুক্ত মনের 
পিঞ্জর, তা সত্তেও উড়ে যেতে 
চায় না সিক্ত সম্বেদন !
অদৃশ্য ভাবে 
আটকিয়ে রাখে তার চোখের জীবনদায়িনী, 
অদ্ভুত বন্দিশালা - - 
* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Pauline’s Paintings 

সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

অস্বভাবিক কিছুই নয় - -


অস্বভাবিক এতে কিছুই নয়, ভুলে যাওয়া 
সামান্য ব্যাপার, সবাই যায় ভুলে,
জানি তুমিও যাবে ভুলে, 
ওই পথের বাঁকে, 
যেখানে 
কোন এক সাঁঝে, অঙ্গীকারের আগুন ছিল 
জীবন্ত, হয় ত জীবাশ্ম রূপে হবে 
পরিবর্তিত, সব কিছু যায় 
বদলিয়ে, রূপান্তরণ 
জীবনের 
বাস্তবিকতা, সময় বড়ই বলশালী, গভীর 
থেকে গভীরতম, রিক্ত গহ্বর যায় 
ক্রমশঃ ভরে, সম্ভবতঃ তুমি 
ও জেনে যাবে এক দিন 
রিক্ত স্থানের 
পূরণ !
কোন এক রাতের পরিচিত সুবাসে, কিছু 
মৌন বিনিময়ের মাঝে জীবন 
খুঁজে ছিল অনন্ত প্রণয়ের 
সুধা বিন্দু কি 
মকরন্দ,
হয় ত, কালান্তরে সে সব বিমুগ্ধকারী -
মুহূর্তগুলির হবে চির শান্ত 
অবসান - - 
* * 
- শান্তনু সান্যাল 
 art by Barry R. Jeter

http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

ভাঙা জানালার ওই পারে - -


বুকের শুন্যতা যখন চায় বিস্ফোরণ, আপন জন 
যায় সহজে সরে, অপরিচিত মুখ, উঁকি 
দিয়ে যায় ভাঙা জানালার 
ঠিক ওই পারে,
যেখানে 
কোনো এক দিন কে যেন বলে ছিল, কে কার - 
জন্য পথ চেয়ে থাকে, ডুবন্ত সূর্যের 
ভক্তের তালিকায় খুঁজে পাই
নি, তাদের নাম যারা
সকালের অর্ঘ্য !
দিয়ে ছিল 
সোনালী নদীর তীরে, সাক্ষী বলতে ছিল শুধুই -
আমার দীর্ঘ ছায়া, সাঁঝের সাথে যে 
গুটিয়ে নিয়েছে নিজেকে 
নিজের মাঝে, 
এখন 
খোলা দরজা ঈশান কি দক্ষিণ মুখী, তার কোন 
অর্থ নেই, আঁধারের নিজস্ব এক মুগ্ধতা 
আছে, সমস্ত দুঃখ সুখের বাইরে 
সে জীবনকে জড়িয়ে 
রাখে খুব কাছে, 
খুবই 
আদরে, তাই ভেবে মন্দ লাগে না যে তোমার -
নাম অপেক্ষা তালিকায় কোথাও খুঁজে 
পাই নি, বোধ হয় তুমি উধাও ! 
অসার রজনীগন্ধার ফুল,
ও পুরাতন ছেঁড়া 
অ্যালবাম,
এই দুই জনের মাঝে ধুলিকণা ছাড়া, অন্য - - 
কিছু নেই - - 
* * 
- শান্তনু সান্যাল  




http://sanyalsplanet.blogspot.com/

no idea about creator 2

শনিবার, ১২ জানুয়ারী, ২০১৩

রিক্ত পাত্র - -

এই পথে সব কিছু উন্মীলিত, পুর্ণায়ত কাচের 
দরজা, উন্মুক্ত কিংবা বন্ধ তাদের 
চোখের পরিকল্পনা, আত্মা 
চিরমুক্ত ধারা, বহে 
যায় আপনমনে 
অজ্ঞাত 
দিগন্তে, দেহ শুধুমাত্র সাঙ্কেতিক ধাবক, ধেয়ে 
যায় সুখের লোভে, অন্ধকার পথে -
অহর্নিশ ! জীবনের অর্থ 
বুঝতে গিয়ে ভরে 
আনে অসীম 
পিপাসা, 
তার প্রেমের কুম্ভে অমৃত ছিল কি গরল, বলা 
মুশকিল, দুটিই তরল দুটিই আলোক -
ভেদ্য, ওই অমরতা এবং 
নশ্বরতার দ্বন্দ্ব 
চিরন্তন,
জীবন দাঁড়িয়ে রয় সারা রাত হাতে লয়ে রিক্ত 
পাত্র, ধরার আগেই স্পর্শমণির রসায়ন
যায় ফুরিয়ে, নিয়তির নিয়ম 
খুবই জটিল, তার 
চুম্বনের 
রহস্য বোঝা সহজ কোথায়, কখনো সে এক 
অনিন্দ্য বিষকন্যা, আবার অনেক 
সময় সে আবেগের বন্যা !
খেলে যায় অদৃশ্য 
অগ্নি বলয়ের 
খেলা -
কখনো সুরসরি পার, কখনো তীরে নিমজ্জন।
* * 
- শান্তনু সান্যাল 
painting by Marcelle La Cour
http://sanyalsplanet.blogspot.com/