রবিবার, ২ নভেম্বর, ২০১৪

অনেক দূর হাঁটার পরে - -

"অনেক দূর হাঁটার পরে, পিছনে ফিরে
যাওয়ার, কোনো ঔচিত্য কি
আছে এই সন্ধিক্ষণে,"
প্রশ্নের সঙ্গে
যখন আমি চেয়ে দেখলাম তার নয়ন -
কোণে, তখন সন্ধ্যা, প্রায়ই নেমে
এসেছিল গঙ্গার অন্য তীরে,
ওই বিশাল বুড়ো বট
বৃক্ষের নীচে
কিছু ক্ষণ থেমে সে যেন মৌন ভাষায় -
করেছিল আবৃতি, বিলুপ্ত ঋচার
রূপে, দূরগামী ট্রেনের
ওই বুক কাঁপানো
আওয়াজে
হয়'ত আমি শুনতেই পারি নি, তার - -
শাশ্বত প্রণয়ের স্বীকারোক্তি কিংবা
একে অপরের থেকে মুক্তি,
আসলে, হিমায়িত
পৃষ্ঠতলে হাঁটা,
সহজ নয়
কাচিক পৃষ্ঠতলের নীচে চিরদিনই থাকে
এক অনিশ্চয়তা, ভাসন্ত এবং
নিমজ্জনের মাঝের
অবস্থা - -

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by Mary Anne Aytoun Ellis

আলো - ছায়ার যবনিকা - -

পরগাছা অথবা অমর লতা ! শুধুই
শাব্দিক ফের, সহজ কোথায়
জীবনে, আকাঙ্ক্ষিত -
ভাবনার মূর্ত
হওয়া !
তার ওই আপন করে জড়িয়ে রাখার
দাবি, শুনতে ভালই লাগে,
কিন্তু জানি না কেন,
তার গভীরতার
আন্দাজ -
করতে চায় না, এই দ্বিধাগ্রস্ত হৃদয়, -
আসলে, হাসির সঙ্গে অদৃশ্য
ভাবে লুকিয়ে রয়
চিরদিনই
অশ্রু কণা ! আলো - ছায়ার যবনিকা
চিরদিনই অবিরত ভাবে, খেলা
করে অগোচর নিয়তির
হাতে, তুমি কিংবা
আমি নিমিত্ত
মাত্র - -
প্রাক - পরিকল্পনার গুটি, সে ফেলে - -
যায় পাশা নিজের ইচ্ছায়, সব
কিছুই কপালের ভাঁজে
থাকে মুদ্রিত !
জীবনের
রহস্য চিরকালই থাকে অ-সংজ্ঞায়িত,
প্রহেলিকার মাঝে লুক্কায়িত !

* *
- শান্তনু সান্যাল
 

http://sanyalsplanet.blogspot.in/
Fidelia Bridges Watercolor Paintings