শুক্রবার, ১৬ মার্চ, ২০১২


বিহানের আহ্বান 

আকাশপ্রান্তের ওই অগ্নি বলয়ের সঙ্গে ভাসে 
ঋগ্বেদের ঋচা, অথবা অজ্ঞাত  প্রণয়ী
মনের ব্যথা, বিহানের গায়ে কে 
লিখে গেছে বিলুপ্ত ভাষায় 
অগ্নিহোত্রিয় গান, 

নদীর 
সুবর্ণ তরঙ্গে জেগে উঠে অলৌকিক শ্রুতি, 
প্রশান্ত দেবালয়ের দ্বারে শঙ্খধ্বনি 
সরিয়ে চলেছে বিষন্নতার 
আঁধার, অভিনব 
জীবনের 
অভিযান, এগিয়ে যেতে যায় মন  সুদূরে 
যেন প্রতিক্ষারত জ্যোতির্ময় 
উজান - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/ 
Paint Scotland - Jess Rogerson - Bob Ross Painting