রবিবার, ২১ জুলাই, ২০১৩

মৌলিক প্রমাণ - -

সিক্ত চোখের অভিপ্রায় সে কতটা বুঝলো আর 
কতটা এড়িয়ে গেল, এই মুহুর্তে মনে করা 
একটু মুশকিল, হয় ত তার জন্য 
প্রেমের সংজ্ঞা ছিল শুধুই 
তাসের ঘর, নিমিষে 
গুছিয়ে নিয়েছে 
সে নিজের 
ভাবনা, 
হাসি মুখে জানিয়ে দিয়েছে আর খেলবে না - - 
অনিশ্চিত খেলা, আমার মৌন নিহারন, 
তার অগোছাল ভাব, সন্ধ্যার 
সেই বিশৃঙ্খল আলোয়,
হৃদয় ! মৌলিক 
প্রমাণ 
খুঁজে পাই নি, তাই একতরফা বিচার নিয়ে - - - 
বুকে সে ফিরে গেছে একাকী, ক্রমশঃ 
সুদুর কুয়াশা পথ হতে জন 
অরণ্যের মাঝে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Window boxes