মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

বিস্তীর্ণ শুন্যতা - -

জানতে চেও না, কিভাবে খেলেছে মায়াবী 
আঁধার, তরবারির ডগায় যেন ছিল 
জীবন সারা রাত, তোমার 
যাওয়ার পরে আর 
ঝরে নি 
নীহার, এক অদৃশ্য দহন গেছে পুড়িয়ে - - 
জাফরানের উপত্যকা, তোমার 
যাওয়ার পরে আর ফিরে 
নি স্পন্দনের পলকা  
প্রতিধ্বনি,
এক ব্যাপক নীরবতা ঘিরে রইলো মনের 
প্রান্তরে সারা রাত, হিমশীতল চাঁদ 
আর উদাসীন আকাশ, ছিল 
না কিছুই সংগঠিত 
আলোর ফ্রেমে,
অদ্ভুত 
ভাঙনের মাঝে বিচরণ করে গেছে দেহ -
ও প্রাণের বিভ্রান্ত হরিণ, তোমার 
যাওয়ার পরে গেছে সব 
কিছু হারিয়ে, এক 
সঘন কুয়াশা 
ভেসে 
রইলো সারা রাত চোখের আগে, এক - -
বিস্তীর্ণ শুন্যতা, আর সকালের 
পথে চেয়ে থাকা,
অনবরত !

* * 
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.com/
color aroma

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

নিয়ম ভঙ্গ কিছুই নাই - -

এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কুয়াশা ভরা 
পথ হতে, অন্তহীন পরিভ্রমণ, আর 
তোমার  সাথে ওই যাত্রার 
কোনো এক মাইল -
স্টোনে,
অপ্রত্যাশিত দেখা, সংক্ষিপ্ত আলাপন, -
বিস্ময়ের সঙ্গে ক্রমশঃ জীবনে 
অদৃশ্য অনুপ্রবেশ, সহ -
যাত্রীর ভূমিকা 
তুমি করে 
গেছ সুন্দর ভাবে, সব কিছু যেন আগে -
থেকেই পরিকল্পিত, কিছু দূর 
হাঁটার পরে, কাঠের 
পুলে একটু 
বিশ্রাম,
ওই ফাঁকে নিঃশ্বাসের বিনিময়, দৈহিক -
গন্ধের অদলবদল, প্রজাপতির 
রূপে দুই জনের রূপান্তর,
মরু প্রান্তর হতে 
বর্ষা বন, 
মহানগর হতে সুদুর পাহাড়ের লুকানো -
গ্রাম, আবার কখনো সাগর 
সৈকতে ফেনিয়ে ওঠা 
মুহুর্তে, হারিয়ে 
যাওয়ার 
সুখ,বহুবার তুমি শুকের খোল বহুবার 
আমি তোমার বুকে রেশমী সুতোর 
জট, যতই গেছ খুলে অতই 
গেছি আমি মোচড়িয়ে
একাকার !
ওই কুয়াশার তীব্রতা ঘনিয়ে গেছে দিন 
প্রতিদিন, তবুও মন চায় কিছু 
ক্ষণ আর ও এই ভাবে 
ঢাকা থাক সব 
কিছু - - 
সূর্য্য উঠুক একটু আরও বেলা করে - - -

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art by samia

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

অস্পৃষ্ট তীরে - -

নিগূঢ় সন্ন্যাসীর বিলুপ্ত ঠিকানা, কিংবা 
কুহেলীর বুকে অবগাঢ নীলগিরি !
আনত বুনো ফুলের শাখায় 
জড়ানো টিনটিনে 
পাতলা 
বরফের পরত, অথবা তার নিদ্রালু - - 
চোখে, ভাসন্ত গভীর প্রণয়ের 
জাল বোনা, সব মিলিয়ে 
রাতের শেষ প্রহরে 
সে করেছে 
আমায় 
অসম্ভব ভাবে দিশাহীন, ওই বিভ্রান্ত - -
মুহুর্তে কদাচিৎ আমি গেছি 
সব কিছু হারায়ে, এখন 
তার দেহ ও প্রাণে 
খুঁজে বেড়াই 
নিজের 
ঠিকানা, তার উল্লসিত মুখে দেখি - - -
যেন জীবন নদী চায় ভেঙে 
দিতে ভাবনার সমস্ত 
গোপন বাঁধ !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
the beauty of mist

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৩

মৃদু অনুভূতি - -

প্রতি নিঃশ্বাসে আছে কত কাহিনী, কিছু 
ব্যথাভরা অনুভূতি, কিছু না বলা 
প্রতিশ্রুতি, ওই মোড়ে ছিল 
বিশাল অশ্বত্থ গাছ,
পাখিদের চলত 
নিশুতি 
কলরব, এখন শুধুই দন্তমূলে ঝুলে আছে 
কয়েকটি ধুলিময় পাতা, সময়ের 
সঙ্গে যায়, সমস্ত কিছু এমনি 
বদলিয়ে, এই শহর 
বহু পুরোনো,
তবুও 
মনে হয়, অনেক কিছু জানতে আছে - -
এখনো বাকি, কোথায় যেন একটা 
মিল আছে তোমার প্রেমের 
সাথে, বিস্মিত করে 
যায় বহুধা !
আর মন 
ভাবে সারা রাত তোমাকে নিয়ে,সাবেকী 
কাঠের জানালার ধারে, চেয়ে রয় 
জনশূন্য রাজপথের দিকে, 
ওই মোড়ে পৌঁছিয়ে 
দেখি তুমি 
আজ ও দাঁড়িয়ে আছো গায়ে জড়িয়ে - -
বিবর্ণ কাশ্মীরী শাল, আশ্চর্য্য !
তোমার মুখে আজ ও 
আছে বিদ্যমান 
চাঁদিনি 
রাতের চন্দ্রমল্লিকার হাসি, হালকা মধু 
গন্ধে ভরা, নীরব নালিশের ছায়া,
আবার ক্লান্ত জীবন চায় 
তোমাকে পুনরায় 
বুঝতে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Carol Nelson Fine Art

একটানা উড়ানের পথে - -

বিগত রাতে ঝরে নি এক ফোঁটা শিশির,
আকাশ ছিল মেঘমুক্ত, ছায়াপথ ও 
ছিল পরিপূর্ণ আলোকিত, চাঁদ 
উঠেছে যথারীতি, লুটিয়ে 
গেছে জোছনার 
নির্ঝর, 
উদার মনে চার দিকে, জানি না কোথায় 
হতে ঝরে গেছে বুকের পৃষ্ঠতলে, 
বিন্দু বিন্দু অদৃশ্য মেঘের 
সজলতা, ঝরেছে 
কার প্রেমের 
অগোচর 
অশ্রু কি অসীম সুখের আগে বলিদানের 
প্রস্তুতি, এক অদ্ভুত গন্ধে ভরে 
উঠলো যখন বসুন্ধরা,
দেখি তুমি ভেসে 
চলেছ আমার 
প্রাণের 
মাঝে, একটানা উড়ানের পথে, ধরে - - 
রাখতে চাও যেন, আমার অস্তিত্ব 
অনন্তকালীন অভিলাষের 
সাথে, সন্ধি বিহীন। 

* * 
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.com/
fuchsia-water-drops-painting-wendy-brown

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

পলাতক মুহুর্তগুলি - -

মরচে পড়া এই পিঞ্জরের সমস্ত শিকল -
ভেঙে, জীবন চায় উন্মুক্ত উধাত্ত, 
দিগন্ত রেখায়, সকাল যেন 
থেমে আছে বহু কাল 
থেকে, তোমার 
নীরবতার 
কারণ যা কিছু হোক, এই মুহুর্তে তুমি 
অজান্তে হয়ে উঠেছে আমার 
নিঃশ্বাসের আবেগময় 
গন্ধ, স্পন্দনের 
অভাবিত
কম্পন, বারংবার অদম্য অভিলাষের 
জাল, তুমি যেন ফেলে চলেছ
একরাশ, বারংবার 
হৃদয় চায় ওই 
নীলাভ 
আলোর জগতে নিজেকে হারিয়ে দিতে, 
তুমি ক্রমশঃ এখন মধ্য রাতের 
মুগ্ধতা, ছিনিয়ে চলেছ 
আমার দেহ ও 
প্রাণ হতে, 
অন্তরতমের সমস্ত প্রণয় সুধার স্রোত !

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
 By Madart Painting - Abstract

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩

বুনো গন্ধের আর্বিভাব - -

ফেকাশে সন্ধ্যার সাথে, ভেসে ওঠে বহু 
অদেখা স্বপ্নের তীরভূমি, উদ্দীপ্ত 
বালুচরে, হঠাৎ উচ্ছৃঙ্খল
ঢেউদের লাগামহীন 
আনাগোনা,
আবার 
জীবন গুছিয়ে যেতে চায় এলোমেলো -
অনুভূতি, মেটালিক আঁধারে মন 
খুঁজে, তোমার অপ্রত্যাশিত 
পরশের উষ্ণতা, পুনঃ 
বিগলনের ইচ্ছা,
তখন হয় 
ওঠে 
সাঙ্ঘাতিক ভাবে তীব্র, দেহের মরু - 
প্রান্তরে জেগে ওঠে, অকস্মাত 
মেঘের প্রতি বিক্ষোভ,
রন্ধ্রে রন্ধ্রে বুনো 
গন্ধের
আর্বিভাব, ক্রমশঃ হৃদয় কেড়ে নিতে
চায় তোমাকে, তোমার হতে, 
অসম্ভব অভিলাষের
 সাথে - - 

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
a lilac evening - christopher greco

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

গোপন খেলা - -

তার মনের জটিল গ্রন্থী যখন খুললো, 
আমি ছিলাম নাগালের বাইরে, 
আবার গেছে কুঁচকিয়ে -
সে নিজের মাঝে,
যখন ফুটল 
নিশিপুষ্পের গন্ধ কোষ আমি তখন- -
জোছনায় নিলীন, সে খুঁজে 
পাই নি আমায় তার 
হৃদয়ের মাঝে, 
নাহক সে 
করে গেছে সন্ধান চার দিকে, অনেক -
সময়ে সকালের কচি আলো 
ফেলানো রয় উঠোনের 
গায়ে, আঁধার খুঁজে 
মরে যেখানে 
সেখানে, 
তার প্রণয় - তৃষার প্রবলতা আর - - 
আমার যাযাবরবৃত্তি, এক 
অদৃশ্য ঘূর্ণাবর্ত যেন 
সব সময়, দুই 
জনের 
মাঝে খেলে যায়, অবুঝ নিয়তির ওই 
গোপন খেলা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
beauty 1

শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

অস্বাভাবিক কিছুই নেই - -

জীবনে কি সব কিছু ঘটে মনের অনুযায়ী --
জীবনে কি সব কিছু পাওয়া যায় 
ইচ্ছার অনুসারে, ওই যে 
তোমার কাছে কি 
নাই, দামী
গাড়ী - বাড়ী, বিদেশী আতরের শিশি হতে -
ঝুলন্ত ঝাড়বাতি, তবুও দেখি, তুমি 
বয়ে চলেছ বুকের ভিতরে, 
এক বিচিত্র শুন্যতা,
ডাগর চোখের 
ঠিক নিচে, 
দেখি সন্ধ্যা নামার আগে, এক অদ্ভুত ছায়া -
ঘনিয়ে ওঠে, ক্রমে ক্রমে কোথায় -
যেন তুমি হারিয়ে চলেছ, 
কথা বলতে বলতে, 
অস্বাভাবিক 
কিছুই নেই, ভাবনার কুয়াশায় ঢেকে থাকে 
জীবনের অনেক প্রসঙ্গ, মানুষ খুঁজে 
সর্পিল পথ, ভুলে যেতে চায় 
অতীতের ব্যথা ভরা 
সরল রেখার 
ছায়া - - 
কিন্তু কত দূর সেটা সম্ভব বলা মুশকিল - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
antique beauty

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

আমি জানতাম - -

আমি জানতাম, তুমি পারবে না দূরে সরে 
যেতে, নিমিষে সব বাঁধন ভেঙ্গে 
ফেলা এত সহজ কোথায়,
কিছু বাঁধনের গিঁট
খুবই নিগূঢ় !
খুলতে 
না খুলতে, আরেকটি যেন চোখের আগে 
প্রস্তুত, অনেক আঁধারের আছে বহু 
প্রকাশিত কাহিনী, কিছু 
লুকানো তোমার 
বুকে, কিছু 
অস্থির 
আমার অন্তরতমে, আমি জানতাম, তুমি 
পারবে না লুকাতে নিজের দেহের 
পরকীয় গন্ধ, অনেক গন্ধের 
আছে নিজস্ব কুহক !
অদৃশ্য বহে 
থাকে 
বাতাসে, যদিও বহু বার বৃষ্টি তে ভিজে -
আসে মানুষ, আমি জানতাম, তুমি 
ফিরে আসবে এক দিন, কত 
ফিরে আসার মাঝে 
লুকিয়ে রয় 
বহু 
অবর্ণিত আবেগের অধ্যায়, ভাবনার ওই 
পৃষ্ঠাগুলির ভিতরে, কোথায় যেন 
এখনো জড়িয়ে আছে আমার 
প্রেমের শুকনো গোলাপ,
আমি জানি তুমি 
পারবে না 
তাকে 
কোনো ভাবেই সরাতে, ছিঁড়ে যাওয়ার 
ভয় এখনো আছে তোমার বুকে।

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Julie Ford Oliver
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi22HqCJrXwQonDNvlriKbsds9LmwDDAqN55WdcmTU1YtDUql5cnCrkKDp5Ns-_ljjVyaqZy5i6kEm5nd0k8KMR5tkFsxosihG2z46QjOUbYqqFXFAE6TT_0Riql2NcNCcuPexSvw0axeI/s1600/DSC_0006.JPG

বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

চোখের গভীরতা - -

তার চোখের গভীরতা, এবং আমার অন্ধ 
কূপের মারাত্মক খেলা, জীবন তখন 
দাঁড়িয়ে রয় একাকী নিয়ে হাতে 
কিছু নামহীন ফুলের 
তোড়া, সে 
দেখি 
মধ্য রাতে, পরে আছে মিহি জোছনার - -
পরিধান, ছড়িয়ে সারা দেহ ও প্রাণে 
বুনো ফুলের তীব্র গন্ধ, সুদুর 
অরণ্যে তখন উঠছে 
নিগূঢ় আগুনের 
লঘিমা !
তার ওই মৃগনযনী দৃষ্টি এবং আন্দোলিত,
আমার হৃদয়ের ভাবনা, পরস্পর 
মিলে মিশে ভেঙে যেতে 
চায় সমস্ত বৈধ 
অবৈধ 
তটবন্ধ, প্রেম ! মুহুর্তে যেন মহা প্লাবনের  
পুরোধা, পৃথিবী ও আকশের মধ্যে 
কোনো পার্থক্য বোঝে না, 
ডুবিয়ে দিতে চায় 
চন্দ্র - সূর্য্য 
নিমিষে,
আমি নিষ্পলক চেয়ে রই সে মুহুর্তে তার 
অপরূপ রূপ - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
emotion 4

তৃষ্ণার নেপথ্যে - -

তুমি শুধুই দেখেছ, রঙ্গীন আলোয় দেহের 
কুহুক ভরা, মাংস পেশীর প্রদর্শন,
সে কোন তৃষিত অভিলাষ, 
ভেসে রয় তোমার 
চোখের 
মরু পথে, প্রায়ই ভাবে জীবন, ওই মৃগ -
তৃষ্ণার নেপথ্যে আছে কত যে 
ধুসর বালিয়াড়ি, বোধ 
হয় তুমি তা 
জানা 
সত্তেও করে যেতে চাও সব কিছু অদেখার 
ভান, অথবা বাস্তবিকতার অদৃশ্য 
ভয় করে যায়, তোমায় 
প্রতি পল অস্থির, 
তাই তুমি 
ভাবতেও চাও না, অপর পার্শ্বের প্রকৃত - 
সত্য, ওই বৃষ্টি ছায়ার প্রান্তরে 
একাকী আমার অস্তিত্ব 
পড়ে রয় যথারীতি 
অবহেলিত,
তোমার প্রেম তাই বারে বারে ফিরে যায় 
সদর দ্বার হতে, না কড়া নাড়িয়ে,
শুন্য হাতে, বুকে নিয়ে 
পুনরায় অসমাপ্ত 
সুপ্ত দহন !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Branch of Lillacs - Henri Matisse

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

অপরিভাষিত পরশের উষ্ণতা - -

নিঃশর্ত ছিল চোখের অনুবন্ধ, অভাবনীয় -
রূপে দেখি তুমি করে গেছ পরিপূর্ণ 
দখল সব কিছু, এখন জীবন 
যেন শীত নিদ্রায় লীন, 
তোমার করতলে 
গুটিয়ে 
চলেছে সকালের নরম রোদ, ওই আবরণের 
আছে লুকিয়ে বহু গোপন মুহূর্ত, কিছু 
অপরিভাষিত পরশের উষ্ণতা, 
কিছু নিঃশ্বাসের বিনিময়,
অন্তহীন আবেগে বহে 
যাওয়ার 
প্রতিশ্রুতি অথবা অভিলাষ, জানি না ঠিক !
এক এমন অনুভূতি যে নিয়ে যায় 
অকল্পনীয় জগতে, যেখানে 
ঝরে তুষার বিন্দু 
বিন্দু জেগে 
রয় - -
জোছনা সারা রাত গায়ে জড়িয়ে প্রণয়ের -
অদ্ভুত উজ্জ্বলতা অবর্ণনীয় !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
foggy-morning-julie-lueders
http://sanyalsplanet.blogspot.com/
Midnight Stroll on the Beach

সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

উড়ান পূর্বে - -

ওরা সবাই আছে নিজের আলোকের বৃত্তে -
চির আলোকিত, মেঘ বৃষ্টির ওই 
ক্ষণিক যবনিকার পরে 
আবার পুনরায় 
প্রস্তুত !
তারা সাজিয়ে রাখে নীল শুন্য শামিয়ানা,--
ভরে যেতে চায় আঁধারের বুকে, মূল্য 
বিহীন দীপ্তি ঝরনা, এমন কি 
বিলুপ্তির পথেও দিয়ে 
যায় জীবন্ত -
অনুদান,
ওই রহস্যময় তারকের আসরে জীবন খুঁজে 
পায়ে অনেক সময়ে বেঁচে থাকা মানে,
ওই উদারতার নিজের আছে 
অসম্ভব কুহক, বহু 
বার তাই 
দেহ ও প্রাণ মিলে যেতে যায় তাদের অনন্ত 
আলোর প্রবাহে, একাকার - -

* *
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Art by LoriMcNee

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

অপ্রত্যাশিত উচ্ছ্বাস - -

রেখে গেছে নিঃশব্দ কে যেন সারাটা দেহে -
উষ্ণ ঠোঁটের মুদ্রণ, গোপন নদীর ওই 
ঢেউর আগে পাথুরে তীর গেছে 
সহজে গলে, যাকে বলে 
স্বেচ্ছায় ভাঙ্গন,
সে খুলে 
দিয়েছে আবেগময় বুকের স্তর প্রতি স্তর, --
সমগ্র রাত্রি দু জনের মাঝে মধুর 
প্রলয়ের সৃষ্টি, বারংবার 
বিচ্ছিন্নতা, বারে 
বারে -
সম্মিলনের অপ্রত্যাশিত উচ্ছ্বাস, কাচিক - 
জানালার পৃষ্ঠতলে ঘনীভূত তুষার 
কণা লিখে গেছে অভ্যন্তরীণ 
গুপ্ত কাহিনী ! কিছু 
ছড়ানো পুষ্পের 
লাজুক 
বৃন্ত, বিছানার চাদরে ছড়ানো সুরভিত -- -
কিছু এলোমেলো আকুঞ্চন, চেনা 
চেনা ওই গন্ধে জীবন মনে 
হয় খুঁজে পেয়েছে 
সঞ্জীবনী 
আলো, তাই আবছা সকাল লাগে খুবই -- -
ভালো - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Artist Aditi Deodhar

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩

পুনরায় জীবন্ত - -

আবছায়া সকালের নিজস্ব আছে, এক অতিরিক্ত 
দাবি, রাত্রির ব্যথা সে বুঝে না, ওই অবুঝ 
প্রহেলিকার মাঝে লুকিয়ে রয়, কিছু 
জীবনের ব্যক্তিগত মুহূর্ত,
ভাঙা ও গড়ার 
ঠিক মধ্যি 
খানি 
দৃশ্যমান, সে এক পাতলা রেখা বলে, পুনরায় - - 
সূর্যের পিছনে হেঁটে যাওয়া, যথারীতি 
একটানা দৌড়, অন্তিম তলা হতে  
নিচ তলা পেরিয়ে, বাস 
স্টপ, বিস্মিত 
চোখের 
মাঝে স্বাভাবিক ভাবে পাশ কেটে যাওয়া, ওই 
বাঁধা-ধরা সব কিছু, ওই চির পরিচিত 
চেহারা, কম্প্যুটরের উপরে 
আনত চোখের ওই 
তীর্যক মুচকি 
হাসির 
ভাষা বুঝতে না বুঝতে, না ওঠা সূর্যের যাত্রা 
শেষ, আবার ফিরে যাওয়ার পালা, সারা 
দিন ছিল মেঘলা আকাশ, বৃষ্টি হয় 
নি, অবশ্যই সকালের খবর 
কাগজে ছিল এক পশলা
বৃষ্টির অনুমান !
যথারীতি 
সম্ভাবনা লেগেই রয় জীবনের সাথে, আমি -
আবার দাঁড়িয়ে আছি দোরগোড়ায়,
ভাবছি কড়া নাড়াব কী না, 
এখানে ভবিষ্যদ্বাণীর 
কোনো কাজ 
নেই, ভালো লাগা না লাগার প্রশ্নই ওঠে না - - 
আবার নিজেকে পুনরায় গুছিয়ে তোলা,
কিছু আতরের ফোঁটা, পুষ্পাধারের 
জল পাল্টানো, অর্ধ গলিত 
বৃন্তে ঝুলানো গোটা 
রজনীগন্ধা !
ক্রমশঃ আঁধারের সাথে দেখি সব কিছু আস্তে 
আস্তে পুনর্জীবিত ! আবেগের গন্ধ 
পুনরায় জীবন্ত - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
misty emotion

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩

আশ্চর্য্য বৈকি - -

কোথায় সেই অদ্ভুত উপগ্রহ, না আকাশগঙ্গার 
ওই গোপন তীরভূমি, যেখানে ঝরে 
অনন্ত আলোকের ঝরনা,
কবিতার পৃষ্ঠার 
বাইরে 
বুকের খুব গভীরে দেখেছি তুমি জড়িয়ে আছ 
অসম্ভব ভাবে, সুদুরে সরে চলেছে সব 
কিছু অরণ্য হতে মহাসাগর,
কুঁড়ে ঘর হতে উচ্চ 
অট্টলিকা, 
হঠাৎ ব্যাপক হুলুস্থূল, সমস্ত কিছু যেন ধ্বসে 
চলেছে দগ্ধ পৃথিবীর গর্ভে, পাখিদের 
অসংখ্য ঝাঁক খুঁজে চলেছে 
অন্য অভয় আশ্রয়,
না সূর্যের 
কোনো হদিস, চাঁদ ও নিরুদ্দেশ, হিমনদের - 
সহসা মহাদ্রাবণ, চারদিকে প্লাবিত 
নিসর্গ, সমস্ত ভাববাণী তখন 
অর্থহীন,এমন সময় 
দেখি, তুমি 
এখনো রয়েছে স্পন্দনের তন্তু ধরে আমার -
নিঃশ্বাসের মুখোমুখি, আশ্চর্য্য বৈকি -
অন্তিমে মুহূর্তেও তুমি আছ 
আমার শিরায় শিরায়,
তাই আর 
আমি চাই না তথাকথিত ওই মোক্ষের প্রাপ্তি !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Pia Erlandsson - Swedish Watercolor painter
http://4.bp.blogspot.com/-nlvwPEgrV3E/UaKWU4AMfzI/AAAAAAACrZE/ShJRZ8kT5zg/s1600/Pia+Erlandsson+-+Swedish+Watercolor+painter+-+Tutt'Art@+(41).JPG

বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

ফিরে আসে না কী - -

ফিরে আসে না কী, সব কিছু, মেঘলা দিনের 
একঘুঁয়ে রোদ, পরিচিত হাতের কড়া 
নাড়ার শব্দ, তীর বদলানো 
নদীর ঢেউ, বিলুপ্ত 
রজনীগন্ধার 
শিকড়,
অনেক কিছুই ফিরে আসে, মৌসুমের সাথে 
জীবনের উপত্যকার রঙ যায় 
বদলিয়ে, কখনো সবুজে 
নীলের আভাস, 
আবার 
বহু বার দেখেছি মরু বালিয়াড়ি সম জ্বলে 
রয়, ধুসর জীবনের পরিত্যক্ত প্রান্তর,
খুবই সহজে পাশ কেটে যায় 
অনেক সময় অন্তরঙ্গি 
শ্রাবণের মেঘ, 
জ্বলন্ত 
হৃদয়ের কাছে থাকে না বহু বার অন্য - - 
কোনো বিকল্প, ফিরে আসে না কী,
প্রথম প্রেমের প্রথম সংবেদন,
অপ্রত্যাশিত ভাবে 
বুকের মাঝে 
সে এক 
বিচিত্র কিন্তু মধুর ব্যথার কম্পন, জানি 
না, সবাই কী ফিরে পায় হারানো 
স্মৃতির স্বরলিপি কিংবা 
শুধুই আঁধারে 
সুরের 
মৃগতৃষার পিছনে ধেয়ে যাওয়া ক্রমশঃ 
বহুদূর - - 

* * 
- শান্তনু সান্যাল  
  

http://sanyalsplanet.blogspot.com/
The Long Road by Christopher Clark

মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩

বিগত রাতের শেষ প্রহরে - -

বিগত রাতের শেষ প্রহরে, হাসনুহানার কুঞ্জে, 
শিশির ভেজা  গন্ধে, কোন যুগল দেহ 
ও প্রাণ, গেছে শীত দহনে জ্বলে,
কেউ ও জানে না, যদিও 
জেগে ছিল পুরাতন 
দেউলের ওই 
পদ্মমুখী 
শিখর চূড়া, নিঃসঙ্গ নিশাচর পাখি গেছে - -  
ডেকে সারা রাত, কোন অজানা 
করুণ সুরে, হারানো দিনের 
গান, সে গেয়েছে 
একতানে !
আশ্চর্য্য যে সে ও দেখি নি দুই প্রাণীর অগ্নি 
স্নান ! মন্দির চত্বর হতে ডুবন্ত সিঁড়ির 
ধাপে, তীর হতে নদীর গর্ভে ছিল 
সারা রাত এক অদ্ভুত 
অস্থিরতা, তবু 
ও কেউ 
দেখি নি ওই দুই রূপের আকাশমুখী প্রস্থান,
দেহে দেহের একাত্মতা, প্রাণে প্রাণের 
অন্তর্ভুক্তি, নিঃশ্বাসে জীবনের 
আহুতি, উপাসনা কি 
বাসনা সমস্ত 
সংজ্ঞার 
বাহিরে ছিল, তাহাদের অনন্ত প্রণয়ের দিব্য 
অনুভূতি, তারা গেছে মিলে মিশে 
অবিচ্ছিন্ন ভাবে, নিসর্গের 
বুকে, নামবিহীন 
ফুলের গন্ধে -

* *

- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
glassy touch

সিক্ত তীরভূমি - -

রাত্রি শেষে, কুয়াশার অবাধ প্রবাহে দেখেছি 
তাকে, নিদ্রালু চোখে নিজেকে গুটিয়ে, 
সে খুঁজে চলেছে আমার বুকের 
মাঝে উষ্ণ নীড়ের 
অনুভূতি,
পরিবেশের সঙ্গে অনেক সময়ই মানুষ, না -
চেয়েও করে যায় নিঃশর্ত মিটমাট,
তার ওই অজান্তে, অনিশ্চিত 
তীরে, স্বাভাবিক 
ভাবে 
ভেসে যাওয়া, নি:সন্দেহ ! জীবনের স্থির -
ধারায়, দিয়ে গেছে অবশ তরঙ্গের 
আবেগময় অভিজ্ঞতা, শেষ 
প্রহরে, যখন ঝরে গেছে 
শিশিরে ভেজা 
লাজুক 
নিশিপুষ্পের থোকা একরাশ, দেখি সে - -
যেন আছে নিঃশ্বাসের অনেক 
কাছে, জানালার কাচে 
এখনো বিন্দু বিন্দু 
তুষার কণা 
জড়ানো,
বেলোর্মির পরে যেন পড়ে আছে অর্ধসিক্ত 
হৃদয়ের পলকা তীরভূমি - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
beyond the window of emotion

সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

কিছু অদেখা স্বপনের সম্ভাবনা - -

দিনের শেষ আলোর কড়া নাড়ার শব্দের 
সাথে, আঁধার যখন খুঁজে তোমার 
চোখের ঝলকানি, মনে এক, 
উড়ন্ত হলদে পাখির 
ডানা সহসা 
রেখে 
যেতে চায় কিছু অদেখা স্বপনের সম্ভাবনা,
পাঁচিলের গায়ে জড়ানো ওই নরম 
সোনালী পরশে, জানি না
কি যা আছে, সন্ধ্যা 
নামার আগেই 
রাতের 
ফুলেরা খুলে দিতে চায় অসময়ে পাপড়ির
সুবাস ঘূর্ণি, আবেগের পুষ্পরেণু  
তখন দিশাহারা খুঁজে মরে 
তোমার নিঃশব্দ 
পায়ের 
উৎস বিন্দু, সারা রাত বসে রয় সিক্ত - 
চোখে জানালার ধারে, নিয়ে 
বুকে জোছনার শীত 
দহন একরাশ,
একাকী !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
evening beauty 1

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

ঝিলিমিলি সজলতা - -

যদিও যথারীতি সন্ধ্যা গেছে বিঁধিয়ে 
বুকের পাঁজরে বহু শাখাকন্টক,
তবুও জীবনের অভিলাষ 
চায় না বিলীনতা,
এখনো কিছু 
আছে 
বাকি আমাদের মাঝে, এখনো তুমি -
খুল নি নীরব চোখের রহস্য,
কোথায় যেন তোমার 
ওই ব্যথা ভরা 
হাসির 
মাঝে ঝিলমিলিয়ে উঠতে চায় কিছু 
অসময়ের নিবন্ত আলোর শিখা,
এখনো তুমি চাও অনেক 
কিছু কহিতে, দ্বিধা 
দ্বন্দ্বের অগ্নি - 
বৃত্তের 
বাইরে আছে তোমার মনের পৃথিবী,
আমি আজ ও দাঁড়িয়ে রই 
স্বাভাবিক ভাবে 
ওই প্রবেশ 
দ্বারে 
যেখানে তুমি এসে থেমে যাও প্রায়ই,
সেই নির্বাক মুহুর্তে আমি 
দেখেছি বহু বার 
তোমার 
আনত চোখের পৃষ্ঠতলে বিন্দু বিন্দু 
ঝিলিমিলি সজলতা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
scarlettrio(1)

শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

http://sanyalsplanet.blogspot.com/
french-window-denise-laurin

কুয়াশার অতিক্রমে - -

কোথায় সব কিছু থাকে নিজের নিয়ন্ত্রণে, 
তথাকথিত, আমি এক সুপুরুষ,
বলিষ্ট বাহু, প্রশস্ত বুকের 
ধনী, তবুও যেন 
খুবই নিরীহ,
নিয়তির 
আগে কার চলে, তাই আরশির মুখোমুখি 
পুনরায় জবাবদিহি ! শৈশব থেকে 
আরম্ভ করে মুখের আকুঞ্চনের 
ভিড়ে, তুমি চাও খুঁজে 
বের করতে 
আমার 
বেঁচে থাকার মানে, মায়াবী ওই চৌখুপী 
ছককাটার মাঝে তুমি টেনে নিয়ে 
যেতে চাও বারে বারে, 
আসলে দোষ 
তোমার 
ও নয়, আসলে তুমি এই দুনিয়ার বাইরে 
কোথায়, একে অপরকে পরাজিত 
দেখার সাধ, সহজে যায় 
না মিটে, বরং 
আরও 
যায় বেড়ে, তাই বলি, ওই সরীসৃপ বৃতি 
বাদ দিয়ে সরাসরি ভাবে এগিয়ে 
এস, বড় মাছের খাদ্য 
চিরদিনই পুঁচকে,
এই স্নানকক্ষে 
সবাই 
উলঙ্গ, অত সব মুখোশের খেলা খেলে বা 
লাভ কি ? কোনো অন্য অবকাশের 
দিনে, না হয় পুনরায় খুলবে 
পাপ পুন্যের ডায়েরি,
থাকুক কিছু 
ক্ষণ 
আরও যথারীতি, কুয়াশায় ঢাকা সন্ধ্যা !
আবেগের আঁধার বাড়ুক যত 
দূর পারে, এখনো নিশা 
চর পাখিরা ডানা 
মেলে নি,
এখনো আমার প্রতিবিম্ব যায় নি হারায়ে,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
misty morning(1)

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

হিমশৈলের ঠিক নিচে - -

এখন আমি নেই কারোর আয়ত্তে, সরে চলেছি 
হিমশৈলের ঠিক নিচে, নীল লহরে, বহু 
দূর অন্য অজানা মহাদ্বীপের দিকে,
যতই ধরে রাখো চোখের 
অগোচর বাঁধনে !
আমি নেই 
আর তোমার নিঃশ্বাসের বাষ্প কণায়, ঠোঁঠের 
ওই কোণাকুণি হাসির রহস্যে, আমি 
এখন বাউণ্ডুলে মেঘের সঙ্গী 
জানি না কোন পথে 
যাব উলঙ্গ 
ঝরে !
তোমার রূপ রঙের নদী গেছে কবে শুকিয়ে - -
তা হয় ত তুমি টের পাও নি, সব কিছুই 
যায় ঝরে শুকায়ে, সময়ের চক্রের 
কাঁটা খুবই নির্মম, তার 
ছোবলে রাজন কি 
জীবক
সবাই সমান, অপর পারে দাঁড়িয়ে রয় নিয়তির 
মানুষ আবছা আলোয়, ধরে হাতে জীবন 
খেয়া, ক্রমশঃ সন্ধ্যার আঁধারে সে 
যায় হারায়ে, প্রতিধ্বনির 
সুর তখন আস্তে 
আস্তে 
বিলুপ্তির পথে, শুধু এক ছায়াবৃত্ত পরিবেশের - -
মাঝে তোমার ভাঙা কন্ঠে ভেসে রয়, 
আমার ডাকনামের বর্ণমালা 
বিখণ্ডিত রূপে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Kelley MacDonald

বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার - -

নিঃশ্বাসের উষ্মায় লিপ্ত, দেহ গন্ধের অরণ্যে 
লুকোনো, পারস্পরিক পরশে ঢাকা ওই 
বিগত রাতের রহস্য গুলো 
উঁকি দিয়ে চলেছে 
ক্রমশঃ - -
কোন নেপথ্য হতে এখনো যেন জল তরঙ 
বাজে মদ্ধম মন্থর সুরে, অবশ্যই এক 
নজরে সব কিছু ঠিক ঠাক,
নিজের জায়গায় 
যেন সব 
কিছু গোছানো, বাসী গন্ধে মিশে চলেছে -
সন্নিহিত বাগান বাড়ির নিশি পুষ্পে 
মিশ্রিত তীব্র সুগন্ধ, সঙ্গে 
সুদুর হতে বয়ে 
আসছে 
বুনো মাটির মাদকতা, বাতাসে কিছু যেন 
গুরুভার, আবার অন্ধকার, তোমার 
বুকে, ডেকে তুলবে ভাসা-ভাসা
কুহক অনুভূতি, গভীর 
প্রণয়ী আবেগের 
উন্মত্ততা,
পুনরায় সবকিছু সহসা এলোমেলো রূপে 
করে যাবে তোমায় বিশ্রামহীন,
ওই উড়ু উড়ু মুহুর্তে, তুমি 
আবার খুলে বসবে 
ভাবনার 
সিন্দুক, খুঁজবে অস্থির ভাবে আমার - - -
দেওয়া বিগত রাতের বিস্ময়কর
জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার !
জ্বলন্ত পরশের মধুর 
অনুভূতি,
সিক্ত স্পন্দনের লয়ে বাঁধা অদ্ভুত চন্দ্রহার,

* * 
 - শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art by m dtandler

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

অরণ্য নদীর ধারে - -

ওই বিস্মৃত অরণ্য নদীর ধারে, কুয়াশায় 
ঢাকা কোনো এক বিহানে, বুনো 
ফুলের সন্ধানে ! আবার 
আশা করি তুমি 
আসবে,
দেখেও না দেখার ভানে, লিখে যাবে সিক্ত 
বাতাসের গায়ে সুরভিত কবিতা, 
ওই আবছা আলোয় তুমি 
কুহক ভরা আঁচলে 
তুলে রাখবে 
কএক 
বিন্দু তুহিনজল, ওই জল বিন্দুর মাঝে হয় 
ত খুঁজে পাবে, আমার প্রণয়ী হৃদয়ের 
প্রতিফলন,তুমি কি পুনরায় 
ফিরে চাইবে আমার 
নিঃশ্বাসের ছায়া 
তীরে 
প্রজ্বলিত অনন্ত শিখার মাটির প্রদীপ  - - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
emerging from mist
MistyMorning