শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪

শৃঙ্খলের ভাঙন - -

তার ওই প্রণয়ী উন্মাদন নিয়ে যেতে 
চায় কল্পনার অপরধারে, জানা 
সত্তেও যে ওই শেষ বিন্দুর 
পরে আর কোনো 
পৃথিবী নেই,
তবুও 
সে তীব্র আগ্রহী, ভেঙে দিতে চায় -  
সমস্ত লৌকিক বন্ধন একই 
বারে, কিন্তু পরন্তুর 
কোনো শব্দ 
নেই -
তার মনের অভিধানে, পিঞ্জর খুলে - 
উড়ে যেতে চায়, তার যাযাবর 
ভাবনা উন্মুক্ত আকাশে,
ভরে নিতে চায় 
বুকের 
ভিতরে জোছনার শীতলতা, ভুলে -
যেতে চায় দেহের সমস্ত দগ্ধ 
অঞ্চলের ব্যথা, সময়ের 
অবিচার, আপন 
পরকীয় 
অবহেলনা, শৃঙ্খলের পাশবিকতা - -
উদার মনে সে ভুলে যেতে 
চায় নিয়তির সমস্ত 
প্রতারণ, তখন 
সে পূর্ণ 
সমর্পণে প্রস্তুত, তার চোখের আগে 
ত্রিভুবনের মায়া শুধুই এক 
বুদ্বুদ, শুন্যের জগতের 
সে এখন বাসিন্দা,
না কোনো 
দেয়াল, না ছাউনি, না পরিচয় - - -
পত্রের প্রয়োজন, সে দেশ 
বিহীন এক পুরবাসী,
ভেসে রয় 
ফুলের গন্ধে অবাধ রূপে দিবানিশি।

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Susie's Paintings
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgilHByHZRGq9y6_DsGohtjqAWfiwNCCvO9eo1STadIuuBxLjHYabRIzMx7aj_TKjfmyLqOjIrZR7ZodRRUaDJIB_6ncNE4xf-igPytFuCTggiRKIjsPGWcfL4_AHAryJACU2snTkVKZCk/s1600/Round+Vase+with+Flower.+11x14+oil+on+board.JPG


প্রবুদ্ধ চেতনার উদঘাটন - -

আত্ম কেন্দ্রিক ভাবনার বাহিরে যখন 
বেরিয়ে এলাম, দেখি আমার 
দুঃখের প্রবলতা অন্য -
দের তুলনায় 
খুবই 
কম, সজল চোখের আবছা আলোর -
বাইরে যখন আমার দৃষ্টি খুঁজেছে 
অতিরিক্ত প্রকাশ, দেখি 
আমার হৃদয়ের 
অন্ধকার 
অন্যদের তুলনায় শুধু এক ফালি, - - 
আসলে নিজের ভিতরের 
অহং যখন যায় 
বেরিয়ে, 
তখনই জীবন খুঁজে পায় উদ্বর্তনের -  
বাস্তবিক অর্থ, ভুলে যায় 
নিজের ব্যথা বেদনা,
অন্যান্য মুখে 
খুঁজে 
এক টুকরো হাসির ঝিলিক, জীবনের 
পূর্ণতা তখন পৌঁছোয় তৃপ্তির 
অভিমুখে,এখান থেকে 
অভিজ্ঞানের 
সূত্রপাত,
তখন ছায়াবৃত্ত হৃদয়ে প্রবুদ্ধ চেতনার 
উদঘাটন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
just different