আলোছায়ার ওই শেষ প্রান্তে, জীবন চায় আপ্রাণ
তোমার অনুসঙ্গ ধরে রাখতে, অগোচর
উপত্যকার বুক হতে, ফিরে আসে
প্রতিধ্বনিত ক্লান্ত সুর, খুঁজে
এক রাতের পান্থশালা
শুধুই তোমার
হৃদয়ের
মাঝে, এই টানের আছে নিজস্ব এক গভীরতা !
কোনো ভাবেও তুমি থেমে রবে না, ওই
চার প্রাচীরের মাঝে, তোমার
অন্তর্মনে আজ ও সাঁঝের
প্রদীপ শিখা জেগে
আছে, খুবই
মুশকিল,
মোহ মায়ার পিঞ্জর খুলে উন্মুক্ত আকাশের - -
বিচরণ, ভাবনার আরোহণ থামে না
কোনো দিন, যতই চাইবে সরে
যেতে অতই কাছে ফিরে
আসবে, জীবনের
এই বাস্তবে
রয়েছে
এক অপরূপ সৌন্দর্য্য, শেষ নিঃশ্বাসেও ধরে
রাখতে চায়, এই ক্ষণস্থায়ী দুনিয়া, জানা
সত্তেও যে, বহুদূর আছে আবছা
তীরভূমি, জীবন চায়
এক বার তার
স্পর্শ !
তাই বারংবার ডুবা, পই পই ভেসে আসা !
সময়ের স্রোতে বহে যাওয়া এক
অনির্দিষ্ট উজানের মুখে
নিরন্তর - -
* *
- শান্তনু সান্যাল
painting by Mary Ploegsma.jpg
http://sanyalsplanet.blogspot.com/