বুধবার, ২২ আগস্ট, ২০১২

অক্ষধুরা


যেথা চন্দ্র সূর্য্য, না আকাশগঙ্গা, নিঃসীম আঁধার !
অনুধাবিত অসংকৃৎ আহ্বান, না ছায়া না 
কোনো মায়া, অন্তবিহীন ওই পথের 
উন্মন্থন করে আপন মনের 
খেলা, না বন্ধু, নাহি 
আত্মীয় স্বজন,
একাকী 
অদৃশ্য দেহভৃৎ, অনবরত বিস্মৃত আলোর সন্ধান !
না দেবালয়, নাহি ঋত্বিকের মন্ত্রোচ্চার, ওই 
পন্থে সমস্ত মোহের অবসান, যেন কর -
তলের জোনাকি পেয়েছে মহা -
অভয়দান, মুক্ত সর্ব 
বন্ধন, নাহি
যেথা 
প্রণয় ও ক্রন্দন, আবরণ বিহীন পাখি তবু উড়ে 
যায় অচিন দিগন্তে, ফিরে আসে সমস্ত জ্ঞাত 
অজ্ঞাত অনুরণন, চারদিকে অসমাপ্ত 
নীরবতা, জন্ম মৃত্যুর মহাচক্রে 
দোলায়মান বর্তমান,অতীত,
ভবিষ্যত, নিয়তির
হাতের দড়ি 
খুবই জটিল, সন্ধি বিগ্রহের অজানা দৈবক্রমের 
ভাষা বোঝে না, যেন সর্বদা সে ঘুর্ণিত 
নিজের অক্ষধুরায় একটানা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

mystic moon - courtesy Jackie rose