সম্ভবতঃ সে ফিরে আসবে এক দিন,
তাই ! সাত সকালে সে বসে
রয় অহর্নিশ, পার্কের
এক সীমান্তে,
আনত
চোখে দেখে শুকনো ঝরা পাতার -
নড়াচড়া, আকাশ উদাসীন,
মেঘের নেই কোনো
হদিস, তবুও
কৃষ্ণচূড়া
ভুলি
নি ফুটতে, দাঁড়িয়ে আছে উর্ধ্বমুখী
দেহে জড়িয়ে যেন অন্তহীন
অগ্নিশিখা ! পিঁপড়ের
এক দল খুঁজে
চলেছে
নিরাপদ আশ্রয়স্থল, হয়'ত সন্ধের
মুখে ঝরবে যাযাবর বাদল,
অবশ্যই মনের পূর্বাভাস
বহুবার হয়েছে
দেউলিয়া
তবুও
জীবন হতে চায় না পরাজিত, সে
ফিরবে নিশ্চই এক দিন,
আগেকার মতন
আর নেই
এই
পৃথিবী, গুটিয়ে চলেছে দিনেদিন !
অদৃশ্য বিবর্তন নিজের পথে
যথারীতি অগ্রসর,
তাই আশার
বৃক্ষ
চিরহরিৎ এবং স্বপ্নগুলো চিরজীবী,
শব্দকোষের বাইরে তাদের
পরিভাষা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by parastoo ganjei 1
তাই ! সাত সকালে সে বসে
রয় অহর্নিশ, পার্কের
এক সীমান্তে,
আনত
চোখে দেখে শুকনো ঝরা পাতার -
নড়াচড়া, আকাশ উদাসীন,
মেঘের নেই কোনো
হদিস, তবুও
কৃষ্ণচূড়া
ভুলি
নি ফুটতে, দাঁড়িয়ে আছে উর্ধ্বমুখী
দেহে জড়িয়ে যেন অন্তহীন
অগ্নিশিখা ! পিঁপড়ের
এক দল খুঁজে
চলেছে
নিরাপদ আশ্রয়স্থল, হয়'ত সন্ধের
মুখে ঝরবে যাযাবর বাদল,
অবশ্যই মনের পূর্বাভাস
বহুবার হয়েছে
দেউলিয়া
তবুও
জীবন হতে চায় না পরাজিত, সে
ফিরবে নিশ্চই এক দিন,
আগেকার মতন
আর নেই
এই
পৃথিবী, গুটিয়ে চলেছে দিনেদিন !
অদৃশ্য বিবর্তন নিজের পথে
যথারীতি অগ্রসর,
তাই আশার
বৃক্ষ
চিরহরিৎ এবং স্বপ্নগুলো চিরজীবী,
শব্দকোষের বাইরে তাদের
পরিভাষা - -
* *
- শান্তনু সান্যাল
art by parastoo ganjei 1