দেহের ভিতরে দেহ
মেঘ, নদী, বনপথ, অভয়ারণ্যের মুখ্য দ্বার
বোবা চাঁদ, ঝির ঝির হিমল বৃষ্টি
কটেজের সীমারেখা, নেমে আসে বন্য কুকুর
বহুগামী জোছনা ঘুরে বেড়ায় সারা রাত !
তীব্র আবেশ,মদির নয়ন,আবরণহীন সানিধ্য
বিষাক্ত গন্ধ,বক্ষস্থলে উষ্ণ কটিবন্ধীয় -
অনুভূতি, ত্বকের ছিদ্রে পরাগের জন্ম, আশ্চর্য্য
স্বেদের মধুরতা, অন্ধকার চুষে নোনা ভূমি !
মধু চক্রকোষ, দেহের যন্ত্রণা, ভাটার সংকেত
প্রলম্বিত বর্ষা, জানালার কাচ, পতঙ্গের
বধ্যভূমি, অবিরাম ঝিঁঝির গান -
আবেগের নিঃশ্বাস,মাংসল স্ফীতি, লোম পুঞ্জে
যেন মেঘের আঙ্গুল বুলিয়ে যাওয়া, এখনো কি
পাহাড়ের চুড়ায় উঠছে শ্বেত বাষ্পের ধুম্র বলয়
বাহিরে হয় তো থেমে গেছে হিংস রাতের খেলা
সকাল গড়িয়ে গেল কবে, ঘুম আদৌ -
সরাতে চায় না, জড়ানো কার দেহের ভিতরে
দেহের অনুভূতি !
--- শান্তনু সান্যাল
মেঘ, নদী, বনপথ, অভয়ারণ্যের মুখ্য দ্বার
বোবা চাঁদ, ঝির ঝির হিমল বৃষ্টি
কটেজের সীমারেখা, নেমে আসে বন্য কুকুর
বহুগামী জোছনা ঘুরে বেড়ায় সারা রাত !
তীব্র আবেশ,মদির নয়ন,আবরণহীন সানিধ্য
বিষাক্ত গন্ধ,বক্ষস্থলে উষ্ণ কটিবন্ধীয় -
অনুভূতি, ত্বকের ছিদ্রে পরাগের জন্ম, আশ্চর্য্য
স্বেদের মধুরতা, অন্ধকার চুষে নোনা ভূমি !
মধু চক্রকোষ, দেহের যন্ত্রণা, ভাটার সংকেত
প্রলম্বিত বর্ষা, জানালার কাচ, পতঙ্গের
বধ্যভূমি, অবিরাম ঝিঁঝির গান -
আবেগের নিঃশ্বাস,মাংসল স্ফীতি, লোম পুঞ্জে
যেন মেঘের আঙ্গুল বুলিয়ে যাওয়া, এখনো কি
পাহাড়ের চুড়ায় উঠছে শ্বেত বাষ্পের ধুম্র বলয়
বাহিরে হয় তো থেমে গেছে হিংস রাতের খেলা
সকাল গড়িয়ে গেল কবে, ঘুম আদৌ -
সরাতে চায় না, জড়ানো কার দেহের ভিতরে
দেহের অনুভূতি !
--- শান্তনু সান্যাল