শুক্রবার, ২৮ জুন, ২০১৩

আত্ম সুরভি - -

ওই ভাবে নিজে কে উজাড় করে ভালবাসা 
চাই নি আমি, কিছু নিজের জন্য 
আত্ম সুরভি যদি রাখো !
ক্ষতি কি, তোমার 
ওই দুর্বলতার 
আড়ালে 
জীবন দাঁড়িয়ে রয় নিরুপায় সেটা ত আমি 
চাই নি, এমন একটা পরিকল্পনা যদি 
হত, যেখানে প্রেমের সংজ্ঞা 
নিত অন্তরিক্ষের 
বিশালতা !
তোমার চোখের সেই সামুদ্রিক গভীরতায় 
হয় ত ভেসে উঠত বহুমূল্য ভাবনার 
রত্ন মাণিক ! করে যেত নীল 
আলোর উন্মুক্ত 
অনুদান,
উদ্ভাসিত সেই প্রতিফলনে হয় ত আমার -
দেহ ও প্রাণ হয় উঠত নির্মল জলের
মত আলোকভেদ্য - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 8