সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২


প্রতিশ্রুতির ভিজা পৃষ্ঠ 

ওই যে ফেরারী স্বপ্ন, ঘুরে বেড়ায় পুকুর পারে, 
সবুজ মাঠে, দিয়ে যায় শিস অবিরাম 
উঠোনের ধারে, কাঁচা  ধানের 
গন্ধে ভরে রাখে মনের 
আবছায়া ভোর, 
ধরা দিতে 
চায় না সে যেন উড়ে রয় রেল পথের উপরে, 
পৌঁছিয়ে যায় শাল মহুয়া বনের পরক
প্রান্তে, বসে রয় একাকী শুকনো
নদীর দ্বীপে, চেয়ে রয় 
পাতাঝরার দৃশ্য, 
লিখে রাখে 
বুকের মাঝে বসন্তের স্বরলিপি, খুঁজে বাঁশের 
বনে দহনের ব্যথা, করে শ্রাবণের
উপাসনা আদিম গুহার মুখে, 
সাজিয়ে যায় নিশীথ 
রাত মাকড়সার 
জালে কিছু 
শিশির বিন্দু, সে ফিরে আসে নিয়ে কিছু নতুন 
অনুভূতি, নিরব নিঃশব্দ পায়ে আবার 
রেখে যায় কিছু স্নিগ্ধ চুম্বন নেত্র 
পল্লবের গায়ে, আস্তে আস্তে 
চোখ খোলার সঙ্গে 
শিস যায় দুরে 
হারিয়ে, প্রতিশ্রুতির  ভিজা পৃষ্ঠ উড়তে 
চায় বিহানের মৃদুল বাতাসে - - 

-- শান্তনু সান্যাল

 PAINTING BY THOMAS MORAN 

নায়িকার দর্পণ

বড়ই  সাধের সে মানুষ কাঁধে হাত রেখে নিয়ে
চলে সঙ্গে তার অনেক দূর পর্যন্ত, অশেষ 
পথ, দুই ধারে ঝিমন্ত বনানীর গায়ে
ঝুলে আছে আরোহী জোছনা, 
সেই নীল প্রতিফলনের
আলোয় দেখি সে 
তুলে আনতে 
চায় 
রুপালি বন্য কুসুমের বৃন্ত, কুড়োতে চায় ঝরা 
স্বপ্নের সোনালী পালক,"না যেও না -- "
তাকে হারিয়ে ফেলার ভয়ে, হাত 
টি ধরে রাখি, বারে বারে 
অনুরোধ করি কিন্তু 
সে শুনে না, 
পরিশেষে দেখি সে হাত টি ছাড়িয়ে সহজে চলে 
গেছে আকাশ গঙ্গার অপর মহাকাশে, 
যখন হুঁশ ফিরে আসে, নিদ্রালু 
চোখে দেখি আবছায়া 
পথে ঝরে আছে 
জীর্ণ পাতা, 
ফুলের কোনো হদিস নাই দুরে দুরে, শুধুই 
দিগন্তের বুকে ভেসে চলেছে, উষ্ণ 
সাদা মেঘ, পল্লব বিহীন 
তরু সারি সারি, 
ফাটল ভরা 
ঝিলের 
গর্ভে স্বপ্নের অস্থি পিঞ্জর, নির্জলা প্রতিবিম্ব, 

-- শান্তনু সান্যাল  
 http://sanyalsplanet.blogspot.com/
mirror - painting by  Ida Łotocka