প্রতিশ্রুতির ভিজা পৃষ্ঠ
সবুজ মাঠে, দিয়ে যায় শিস অবিরাম
উঠোনের ধারে, কাঁচা ধানের
গন্ধে ভরে রাখে মনের
আবছায়া ভোর,
ধরা দিতে
চায় না সে যেন উড়ে রয় রেল পথের উপরে,
পৌঁছিয়ে যায় শাল মহুয়া বনের পরক
প্রান্তে, বসে রয় একাকী শুকনো
নদীর দ্বীপে, চেয়ে রয়
পাতাঝরার দৃশ্য,
লিখে রাখে
বুকের মাঝে বসন্তের স্বরলিপি, খুঁজে বাঁশের
বনে দহনের ব্যথা, করে শ্রাবণের
উপাসনা আদিম গুহার মুখে,
সাজিয়ে যায় নিশীথ
রাত মাকড়সার
জালে কিছু
শিশির বিন্দু, সে ফিরে আসে নিয়ে কিছু নতুন
অনুভূতি, নিরব নিঃশব্দ পায়ে আবার
রেখে যায় কিছু স্নিগ্ধ চুম্বন নেত্র
পল্লবের গায়ে, আস্তে আস্তে
চোখ খোলার সঙ্গে
শিস যায় দুরে
হারিয়ে, প্রতিশ্রুতির ভিজা পৃষ্ঠ উড়তে
চায় বিহানের মৃদুল বাতাসে - -