ডুবন্ত আঁখির তীরে - -
সে আজ ও চেয়ে থাকে ডুবন্ত আঁখিতে; আমি
আজ ও অভিমন্ত্রিত তার শাশ্বত
সম্মোহনে, সে এক দাগ
বিদারণ, ঢাকতে
গিয়ে খুলে
যায়
বারে বারে হৃদয়ের আবরণ, সে আজ ও কাল
বৈশাখী, ধরে রাখি বুকে আমি তৃণ
কুটির সাধারণ, তার চাহনির
গভীরে জীবন ভেসে
উঠে, নিয়ে নব
কামনা,
আমি সান্ধ্য তারা থাকিতে চাই তার নয়নে,
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/