শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

জীবন্ত পরশ - -

মনের জানালা চির উন্মীলিত ফুলে গন্ধে 
ভরা, সাঁঝের আছে নিজস্ব কিছু 
সীমাবদ্ধ আলো, রঙীন 
মেঘের উপহার,
কিছু শ্যাম 
শ্বেত 
অ্যালবামের মাঝে তার প্রেমের নিগূঢ় -
জল রং চিত্রাঙ্কণ, ভাবনার সেই 
আবছা আলোয় জীবন 
খুঁজে গহিন আঁখির 
জীবন্ত পরশ,
জানা 
সত্তেও যে, অবশোষিত সে দেহ ও প্রাণে,
তবুও খুলে রাখি হৃদয়ের বাতায়ন,
উন্মুক্ত, আকাশমুখী ! সে না 
কি নীরব নিশীথে হয়ে 
উঠে চন্দ্র কিরণ 
অন্তহীন - -
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by MIKI KARNI