রবিবার, ২৫ মে, ২০১৪

অগোচর নায়কের কাহিনী - -

পরিশেষে আমিও হাসতে শিখে গেছি,
জীবন নিজেই এক প্রতিষ্ঠান,
অভিজ্ঞতার দর্পণে 
সব কিছুই 
স্পষ্ট,
অবশ্যই চেহারার ভাঁজ লুকানো এত 
সহজ নয়, তবুও করে চলেছি 
সমন্বয়, সময়ের সাথে 
না হাঁটলে মানুষ 
যায় পিছিয়ে
আর 
পিছানো মানুষের জন্য কেউ অপেক্ষা 
করে না, বুলেট ট্রেনের বেগে 
যুগের অগ্রধাবন, কার 
কাছে অতিরিক্ত 
সময় আছে,
সুতরাং 
উপান্ত হতে নিজেই নেমে এলাম জন 
অনুচ্ছেদে, আজ নইলে কাল, 
হয়'ত হয়ে উঠব উজ্জ্বল 
রেখাঙ্কিত শব্দ, 
যার অর্থে 
আছে 
জীবনের সারাংশ, জয় পরাজয়ের - -
আড়ালে চিরদিনই থাকে 
অগোচর নায়কের 
কাহিনী !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
Flowersand-vase

পাড়ি দেওয়ার আগে - -

কিছু অব্যক্ত ভাবনা থাক না গোপন,
বুকের গভীরে, কিছু ব্যথার 
মেঘ ভাসুক হৃদয়ের 
পৃষ্ঠতলে, তুমি 
সবে 
ছুঁয়েছ চোখের কিনারা এখনো অনেক 
বাকি তলদেশে পৌঁছানো, 
কোথায়, এত সহজ 
জানা মনের
দর্শন !
প্রেমের জন্য যথেষ্ট নয় শুধুমাত্র এক 
জীবন, তুমি এখনো আছো 
অনভিজ্ঞ নিরীহ 
মানুষ,
এক নজরে চাও ভালবাসতে, অন্তহীন 
এই পথে রয়েছে অনন্ত দহন 
জ্বালা, স্বর্ণ খনিজ হতে
শাশ্বত উদ্ভাসের 
প্রক্রিয়া, 
পাড়ি দেওয়ার আগে পুনর্চিন্তন করা -
বুদ্ধিমতার আছে পরিচায়ক !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
sunflower beauty