সমস্ত গণনা, যোগ বিযোগ, পূর্বাভাস
রইলো নিষ্ফল, দিগ্বিজয়ী হওয়ার
পরেও সে ছিল খুবই একাকী,
নিজের অন্তঃকরণের
মাঝে, চার
দিকের
বিজয়োল্লাসের ধ্বনি, অকস্মাৎ সব -
কিছু এক চাপা ক্রন্দনে পরিণীত,
সম্রাট তখন নিজের বিম্বে
খুবই বিবশ, সঘন
অন্ধকারে সে
দেখে,
ভেসে উঠছে নিরীহ মানুষের করুণ -
চিৎকার আর অন্তহীন গোঙানি,
অদৃশ্য দাঁড়িপাল্লা চোখের
আগে দুলে চলেছে
অবিরাম
লয়ে,
সে তখন নিজের সম্মুখীন পরিপূর্ণ - -
ভাবে ধরাশায়ী, রক্তরঞ্জিত
এক অনুপায় নিরস্ত্র,
স্বপরাজিত
সৈনিক !
দাঁড়িয়ে রয়েছে অগোচর সত্যের - - -
আগে নত মস্তক - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Painting of Purple Orchid Flowers
রইলো নিষ্ফল, দিগ্বিজয়ী হওয়ার
পরেও সে ছিল খুবই একাকী,
নিজের অন্তঃকরণের
মাঝে, চার
দিকের
বিজয়োল্লাসের ধ্বনি, অকস্মাৎ সব -
কিছু এক চাপা ক্রন্দনে পরিণীত,
সম্রাট তখন নিজের বিম্বে
খুবই বিবশ, সঘন
অন্ধকারে সে
দেখে,
ভেসে উঠছে নিরীহ মানুষের করুণ -
চিৎকার আর অন্তহীন গোঙানি,
অদৃশ্য দাঁড়িপাল্লা চোখের
আগে দুলে চলেছে
অবিরাম
লয়ে,
সে তখন নিজের সম্মুখীন পরিপূর্ণ - -
ভাবে ধরাশায়ী, রক্তরঞ্জিত
এক অনুপায় নিরস্ত্র,
স্বপরাজিত
সৈনিক !
দাঁড়িয়ে রয়েছে অগোচর সত্যের - - -
আগে নত মস্তক - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Painting of Purple Orchid Flowers