হয় ত তার কাছে ছিল ঢের আলোক পুঞ্জ,
অগণিত প্রেমের উপহার, উদ্বেলিত
ভালবাসা, সীমাহীন স্বপ্ন
শৃঙ্খলা, বোধ হয়
জীবনাঞ্চল
ধরে
রাখতে পারি নি তার সৌগাতের মূল্য !
অঞ্জলির জল কি জোনাকির আলো
বহে গেছে আঙ্গুলের ফাঁক
হতে নদীর বুকে
অনায়াসে,
এক
গভীর শুন্যে, জীবন খুঁজে চলেছে লুপ্ত -
প্রতিধ্বনি, পরিচিত ছায়ার ঝাঁকে
আপন মানুষের সন্ধান বা
নিজস্ব হারানো
প্রতিচ্ছায়া,
প্রশ্ন
গুলি মরুযাত্রী, উত্তর লুকিয়ে যেতে
চায় মরিচিকার বুকে - -
* *