শেষ পোঁচ
তবুও দেখতে চাইলে গলৎ ঘায়ের জগৎ,
এখন বিতৃষ্ণা জাগিয়ে বসে আছ,
দেহের প্রাপ্তির পরে দেহের
পরিত্যাগ, বৈরাগ্য ও
বিপথের মাঝে
ছিল খুবই
মিহি
অন্তর, সেই মনের সুক্ষ্ম যন্ত্রে ধরা পড়েছে অতি
প্রলোভনের গতি, যাক যা হোক, তৃষিত
নয়নে অশ্রু জাগায় অতৃপ্ত অভিলাষ,
আমি এখনো চতুরঙ্গ, উচ্ছলিত
জলপাত্র, ভরে যেতে চাই
রিক্ত মৃন্ময় শরীর,
তুমি কিন্তু
কাচা,
অগ্নিকুণ্ডের তাপে তপ্ত হও নি, ভেঙে যাবার
আগে, ঠুকে দেখে নিও যে নিজের সদ্য
গঠন, অন্যথা ভাঙনের পরে ভুলে
ও ফিরে চাইবে না বসন্ত, সরে
যাবে জীবন নদী অন্য
অজানা ঘাটে,
চুপসান
বসে রবে একাকী সেই বকুল গাছের নিচে ---
--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/