শনিবার, ২৪ মে, ২০১৪

নগ্ন সত্য - -

গাঢ় নীল রঙে ডোবা রাত, আবেগী -
গোলাপের কিছু বৃন্ত ও মদ্ধম 
মোমবাতির আলো,
সম্মুখীন 
তার সদ্য কুসুমিত চেহারা, পরিবেশে 
ভাসন্ত রজনী গন্ধার সুবাসিত 
অনুভূতি, জীবনের 
কবিতা 
যেন উন্মুক্ত ছন্দ, বহে যেতে চায় -
নিজস্ব প্রবাহে, অবাধ বেগে, 
আকাশ ও পৃথিবীর 
মধ্যিখানে
কোন এক শুন্য স্থানে, তার অপরূপ
প্রণয়ের মায়া ভুলিয়ে দিতে 
চায় ত্রিকালের ব্যথা -
বেদনা, সে 
তখন 
কালজয়ী, করে চলেছে অপ্রত্যাশিত 
ভাবে মন্ত্রমুগ্ধ ! জীবনের 
বিবর্তন তখন শীর্ষে,
সমস্ত লৌকিক 
অলৌকিক 
উপলব্ধি যেন অর্থহীন, ঝরে চলেছে 
স্তর প্রতি স্তর বাহ্য ভন্ডামির 
খোলস, জীবন তখন 
নগ্ন সত্য !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
dreamy rose
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY5YRuKFjeOTZwY2eDzeqKminrekPq0Fo_oEk8Pb7nIsE7eg2GydgK6BbYjVgfSi4nheSfYQc7iYh6UrUEknUK0offOMmE7MwBOZO6W5_QnOm0qK2PGFYeh8gDszAaPoQJN5BmtAh7Hf8/s400/web+rose100_2882.jpeg