অভিযোগের বিকল্প থাকে না যখন
হাতে, তখন জীবন তুলে রাখে
সমস্ত ভাঙা মুহুর্তগুলি
একের পর এক,
ঠিক কোন
এক
প্রিয় পরিধানের মত, বুলিয়ে যায় -
এলোমেলো ভাঁজের উপরে
নিজের কম্পিত হাত,
গায়ে জড়িয়ে
দেখে
আয়না, চায় মৌন মন্তব্য, ভালো বা
মন্দ ! আবার অনেক সময়
জীবন ভুলে যেতে
চায় নিজের
বিম্ব,
স্মৃতিগুলো যেন অলিন্দের একাকী -
ভোরের পাখি, গেয়ে যায়
নিজের সুরে ব্যথা -
ভরা গান,
ওই
অবুঝ শিসে, জীবন খুঁজে বিস্মৃত -
প্রতিধ্বনির ঠিকানা, কিছু
পরিচিত হাতের কড়া
নাড়ানোর শব্দে,
মন চায়
খুলে দিতে, সমস্ত প্রাচীন বন্ধ দ্বার !
জানালা খুলে দেখতে চায়
মধুঋতুর পুনরাগমন,
সুরভিত এক
নিঃশ্বাসে
ভরে
রাখতে চায় হৃদয়ের মরু প্রান্তর - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
artist nancy medina
হাতে, তখন জীবন তুলে রাখে
সমস্ত ভাঙা মুহুর্তগুলি
একের পর এক,
ঠিক কোন
এক
প্রিয় পরিধানের মত, বুলিয়ে যায় -
এলোমেলো ভাঁজের উপরে
নিজের কম্পিত হাত,
গায়ে জড়িয়ে
দেখে
আয়না, চায় মৌন মন্তব্য, ভালো বা
মন্দ ! আবার অনেক সময়
জীবন ভুলে যেতে
চায় নিজের
বিম্ব,
স্মৃতিগুলো যেন অলিন্দের একাকী -
ভোরের পাখি, গেয়ে যায়
নিজের সুরে ব্যথা -
ভরা গান,
ওই
অবুঝ শিসে, জীবন খুঁজে বিস্মৃত -
প্রতিধ্বনির ঠিকানা, কিছু
পরিচিত হাতের কড়া
নাড়ানোর শব্দে,
মন চায়
খুলে দিতে, সমস্ত প্রাচীন বন্ধ দ্বার !
জানালা খুলে দেখতে চায়
মধুঋতুর পুনরাগমন,
সুরভিত এক
নিঃশ্বাসে
ভরে
রাখতে চায় হৃদয়ের মরু প্রান্তর - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
artist nancy medina