মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩

বিগত রাতের শেষ প্রহরে - -

বিগত রাতের শেষ প্রহরে, হাসনুহানার কুঞ্জে, 
শিশির ভেজা  গন্ধে, কোন যুগল দেহ 
ও প্রাণ, গেছে শীত দহনে জ্বলে,
কেউ ও জানে না, যদিও 
জেগে ছিল পুরাতন 
দেউলের ওই 
পদ্মমুখী 
শিখর চূড়া, নিঃসঙ্গ নিশাচর পাখি গেছে - -  
ডেকে সারা রাত, কোন অজানা 
করুণ সুরে, হারানো দিনের 
গান, সে গেয়েছে 
একতানে !
আশ্চর্য্য যে সে ও দেখি নি দুই প্রাণীর অগ্নি 
স্নান ! মন্দির চত্বর হতে ডুবন্ত সিঁড়ির 
ধাপে, তীর হতে নদীর গর্ভে ছিল 
সারা রাত এক অদ্ভুত 
অস্থিরতা, তবু 
ও কেউ 
দেখি নি ওই দুই রূপের আকাশমুখী প্রস্থান,
দেহে দেহের একাত্মতা, প্রাণে প্রাণের 
অন্তর্ভুক্তি, নিঃশ্বাসে জীবনের 
আহুতি, উপাসনা কি 
বাসনা সমস্ত 
সংজ্ঞার 
বাহিরে ছিল, তাহাদের অনন্ত প্রণয়ের দিব্য 
অনুভূতি, তারা গেছে মিলে মিশে 
অবিচ্ছিন্ন ভাবে, নিসর্গের 
বুকে, নামবিহীন 
ফুলের গন্ধে -

* *

- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
glassy touch

সিক্ত তীরভূমি - -

রাত্রি শেষে, কুয়াশার অবাধ প্রবাহে দেখেছি 
তাকে, নিদ্রালু চোখে নিজেকে গুটিয়ে, 
সে খুঁজে চলেছে আমার বুকের 
মাঝে উষ্ণ নীড়ের 
অনুভূতি,
পরিবেশের সঙ্গে অনেক সময়ই মানুষ, না -
চেয়েও করে যায় নিঃশর্ত মিটমাট,
তার ওই অজান্তে, অনিশ্চিত 
তীরে, স্বাভাবিক 
ভাবে 
ভেসে যাওয়া, নি:সন্দেহ ! জীবনের স্থির -
ধারায়, দিয়ে গেছে অবশ তরঙ্গের 
আবেগময় অভিজ্ঞতা, শেষ 
প্রহরে, যখন ঝরে গেছে 
শিশিরে ভেজা 
লাজুক 
নিশিপুষ্পের থোকা একরাশ, দেখি সে - -
যেন আছে নিঃশ্বাসের অনেক 
কাছে, জানালার কাচে 
এখনো বিন্দু বিন্দু 
তুষার কণা 
জড়ানো,
বেলোর্মির পরে যেন পড়ে আছে অর্ধসিক্ত 
হৃদয়ের পলকা তীরভূমি - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
beyond the window of emotion