মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

মনের বাতায়ন - -

মনের বাতায়ন চিরকাল চঞ্চল, ভাবনার পরশে 
খুলে যায় অহর্নিশ, নামহীন কোন এক -
ফুলের গন্ধে খুঁজে পেয়েছি, হঠাৎ
ওই বিস্ময়কর ভালবাসা !
জোছনার প্রবাহে 
ভাসন্ত 
সে এক চিলেকোঠা, ফেলে যায় রঙ্গীন স্বপ্নের -
বলয় প্রতি মুহুর্তে, তার ওই ঐন্দ্রজালিক 
বৃত্তে, জীবন হয়ে উঠে দিশাহারা,
পৃথিবী ও চাঁদের ধরাতল
তখন প্রায় সমান,
উন্মাদনের 
ওই অবস্থায়, দেহ ও প্রাণের মাঝে জেগে ওঠে 
অদৃশ্য সুরভিত আবেগের তরঙ্গ, ঘর -
দ্বার, আপন পর, চেনা অচেনা,
আকাশ পাতাল, ফুল -
কাঁটা, দুঃখ -
সুখ, অনল জল, নিদ্রা জাগরণ,সব কিছুই - -
যেন পরস্পর মিলে মিশে একাকার !
তার প্রেমের মায়া টেনে নিয়ে 
যেতে চায়, বহু দূর এক
অজ্ঞাত গন্তব্যের 
কাছে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by -box-joanne-coyle