গহন অন্ধকারেও সে খুঁজতে পারে -
আমার নিঃশ্বাসের ঠিকানা,
অদৃশ্য ছায়ার মতন
সে জড়িয়ে রয়
অহর্নিশ
আমার অস্তিত্বের সাথে। সে প্রেম কি
দিব্য অনুভূতি, প্রায়ই ভাবে
জীবন, যখন দৈহিক
সুখের অভিলাষ
ক্ষণে ক্ষণে
যায় উপাসনার পথে। সমস্ত ছদ্ম - -
আবরণের তখন পরিসমাপ্তি
ঘটে। ধূপের ধোঁয়া
শুন্যে যায়
হারিয়ে, পড়ে থাকে দেউলের মেঝে -
কিছু ছাইর গুড়ো, আর এক
পরিতৃপ্তির মধুর গন্ধ,
উজান হতে
প্রতিধ্বনিত তখন নদীর সাগরকুলে
হারিয়ে যাওয়ার গান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by artist Jacqueline Gnott 1
আমার নিঃশ্বাসের ঠিকানা,
অদৃশ্য ছায়ার মতন
সে জড়িয়ে রয়
অহর্নিশ
আমার অস্তিত্বের সাথে। সে প্রেম কি
দিব্য অনুভূতি, প্রায়ই ভাবে
জীবন, যখন দৈহিক
সুখের অভিলাষ
ক্ষণে ক্ষণে
যায় উপাসনার পথে। সমস্ত ছদ্ম - -
আবরণের তখন পরিসমাপ্তি
ঘটে। ধূপের ধোঁয়া
শুন্যে যায়
হারিয়ে, পড়ে থাকে দেউলের মেঝে -
কিছু ছাইর গুড়ো, আর এক
পরিতৃপ্তির মধুর গন্ধ,
উজান হতে
প্রতিধ্বনিত তখন নদীর সাগরকুলে
হারিয়ে যাওয়ার গান।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
painting by artist Jacqueline Gnott 1