বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

আমি জানতাম - -

আমি জানতাম, তুমি পারবে না দূরে সরে 
যেতে, নিমিষে সব বাঁধন ভেঙ্গে 
ফেলা এত সহজ কোথায়,
কিছু বাঁধনের গিঁট
খুবই নিগূঢ় !
খুলতে 
না খুলতে, আরেকটি যেন চোখের আগে 
প্রস্তুত, অনেক আঁধারের আছে বহু 
প্রকাশিত কাহিনী, কিছু 
লুকানো তোমার 
বুকে, কিছু 
অস্থির 
আমার অন্তরতমে, আমি জানতাম, তুমি 
পারবে না লুকাতে নিজের দেহের 
পরকীয় গন্ধ, অনেক গন্ধের 
আছে নিজস্ব কুহক !
অদৃশ্য বহে 
থাকে 
বাতাসে, যদিও বহু বার বৃষ্টি তে ভিজে -
আসে মানুষ, আমি জানতাম, তুমি 
ফিরে আসবে এক দিন, কত 
ফিরে আসার মাঝে 
লুকিয়ে রয় 
বহু 
অবর্ণিত আবেগের অধ্যায়, ভাবনার ওই 
পৃষ্ঠাগুলির ভিতরে, কোথায় যেন 
এখনো জড়িয়ে আছে আমার 
প্রেমের শুকনো গোলাপ,
আমি জানি তুমি 
পারবে না 
তাকে 
কোনো ভাবেই সরাতে, ছিঁড়ে যাওয়ার 
ভয় এখনো আছে তোমার বুকে।

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Julie Ford Oliver
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi22HqCJrXwQonDNvlriKbsds9LmwDDAqN55WdcmTU1YtDUql5cnCrkKDp5Ns-_ljjVyaqZy5i6kEm5nd0k8KMR5tkFsxosihG2z46QjOUbYqqFXFAE6TT_0Riql2NcNCcuPexSvw0axeI/s1600/DSC_0006.JPG