বুধবার, ১২ জুলাই, ২০২৩

আনুষ্ঠানিক প্রত্যাশী - -

তার গভীর চোখের বাসনায় সুস্পষ্ট 
ভাবে ভেসে উঠে, পরিপূর্ণ রূপে 
দেহ ও প্রাণের দখল, সে 
নৈতিকতার সংজ্ঞা
বোঝে না,
সেই প্রাকৃত সত্যের মাঝে হৃদয় খুঁজে 
ভালবাসার টেকসইতা, অকূল 
সুবাস, কুয়াশা সরিয়ে 
উন্মুক্ত নীলাকাশ,
অবশ্যই 
অজবীথির দুনিয়া চিরদিনই রহস্য 
ভরা, স্পর্শকাতর জীবন 
শুধুই পুষে যায় 
ভাবনার 
শিশু 
খুবই যত্নে, পরবর্তী কালে তার নজরে, 
দৈহিক প্রাপ্তির পরে, অনন্তকালীন 
প্রেম রয় যায় পাট করা 
প্রাণের রেশমী 
বস্ত্র খানি,
সিন্দুকে বন্ধ, আনুষ্ঠানিক প্রত্যাশী - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 no idea about painter 6