বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০১৪

তিন অধ্যায়ের কাহিনী - -

ওই তিন অধ্যায়ের কাহিনী এই জীবন !
অঙ্কুরণ, প্রস্ফুটন আর অবশেষে -
মাটির কোলে ঝরে যাওয়া !
কোন অলস ভরা 
উষ্ণকালের 
দুপুরে,
ছক কেটে কড়ি দিয়ে খেলা, সব কিছু  -
সময়ের দাবায় যায় হারিয়ে, 
উঠোনের গায়ে পড়ে 
রয় শালিকের 
ভেজা 
কিছু পায়ের ছাপ, আলো আঁধারের ওই 
লুকোচুরির মাঝে, জীবন খুঁজে 
প্রথম প্রণয়ের অনুভূতি,
অথবা অনাহূত 
সাঁঝের 
এক পশলা বৃষ্টি, আকাশের মৌসুমী রং 
যায় বদলিয়ে সাগরের ভাসন্ত 
আবরণ, ওই অস্থির 
ঢেউ ও পাষাণী 
তীরভূমির 
মাঝে 
পড়ে রয় কিছু ঝিনুকের রঙীন খোল !
চেয়ে থাকে নির্বাক চোখে, 
সন্ধ্যার শেষ আলো,
সূর্যের ক্রমশঃ 
ডুবে -
যাওয়ার বিবর্ণ দৃশ্য, আবছা পরিবেশে, 
তবুও রজনীগন্ধার ফুল ভুলে 
না, কোনো ভাবে গন্ধ 
ছড়াতে, জাগিয়ে 
রাখে 
অর্ধসুপ্ত ভাবনা সারা রাত, শিশিরের  -
মিহি কনা ঝরে নিজের লয়ে,
মসৃণ সুরে সারা রাত,
বিন্দু বিন্দু - -

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
flower mood