বুধবার, ৩ অক্টোবর, ২০১২

নিঃশব্দ জলোচ্ছ্বাস !

আজ বলার কিছুই নাই, শুধুই এমনি বসে আছি, 
নির্বাক চোখে চেয়ে যাই তারা ভরা আকাশ, 
সমুদ্রের বুকে রাত্রির মহা প্রতিবিম্ব, 
ফিরে চলেছে দিগন্ত ছুঁয়ে কিছু 
ছায়াময় পাখির ঝাঁক,
অদ্ভুত নীরবতা,
নিঃশব্দ 
জলোচ্ছ্বাস ! না দুঃখ না সুখ, না আবেশ নাহি -
উদাসীনতা,এক নিঝুম ব্যাপক শান্তি !
চন্দ্র বিহীন যামিনী, গহন 
তিমির জড়িয়ে সর্ব 
দেহে হেঁটে যায় 
সুদুর,
মরুপ্রান্তর পেরিয়ে, বর্ষার সন্ধানে একাকী - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
alone traveler 1