মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২

মাস্তুল স্পর্শে - - -


আকুলতার মর্মে ছিল জানি না কি যে চুম্বকীয় 
আকর্ষণ, খালি পায়ে যেন হেঁটে গেছে 
নির্বস্ত্র জীবন গায়ে আঁধার ঢেকে, 
একাকী বহু দূর রক্ত ঝরিত
পদক্ষেপে, অনেক বার 
বুঝিয়ে ছিল 
দর্পণ,
ওই সঙ্কীর্ণ, প্রতিফলনের আলোয় আছে শুধুই 
মায়াবী জগত, এমন একটা সুড়ঙ্গ যার 
প্রবেশদ্বারে অঙ্কিত, আগমের তীর -
সংকেত আছে বিদ্যমান, কিন্তু 
প্রস্থানের গুপ্ত পথ উধাত্ত !
দুই মেরু বিন্দুর 
মাঝখানে 
অনন্তকালের কুয়াশাচ্ছন্ন, আবছা প্রাচীন -
সেতু বুকে নিয়ে স্বপ্নের দুনিয়া, যেন 
আছে সৃষ্টির উদ্গমের মুখে 
যথারীতি, ঝুলন্ত 
ভাবে !
তার প্রনয় প্রবাহে ভেসে গেছে হৃদয়, কোনো 
কিছু চিন্তা না করে, বহু ত্রিশুলমুখী 
স্ফটিক শিলার উপরে 
সংজ্ঞাহীন দেহে, 
সুদুর পৃথিবী
আকাশ
শুন্যের অপর পারে, যেন ভূগর্ভস্থ জল ধারা 
বহে যায় এক রাশ অজানা উজানের 
পথে, যখন নির্গলিত দেহ ও প্রাণ  
পৌঁছল মহাসাগরের তীরে !
দেখি নোঙ্গর বিহীন 
নৌকা দুলে বলে 
ওই যে -
কিসের দ্বিধা, ছুঁয়ে যাও একবার অন্তর্মনের 
মাস্তুল, হয় ত ত্রাণ পাবে আমার 
সিক্ত বুকে - - - 

- শান্তনু সান্যাল 
alone boat - no idea about painter 
http://sanyalsplanet.blogspot.in/