নির্বাক চেয়ে রয়েছি সে দিন, স্পষ্টবাদী মনোভাব,
জীবনের পরিভাষা তখন মনে হলো কত যে
সরল, খোলাখুলি ভাবে সে যেন বলে
গেছে যা নাই তা নাই, তার জন্য
মন খারাপ করা নিরর্থক,
সংক্ষিপ্তে বাস্তবতার
সারাংশ, সে
অনাটকীয় রূপে রেখে গেছে সামনে, মনে হলো
প্রাক মৌসুমী বায়ু বয়ে চলেছে সান্ধ্য গগনে,
তার ওই দিলদরিয়া রূপটি যেন করে
গেছে ভীষণ ভাবে উদ্বেলিত,
সহসা বেখাপ্পা হৃদয়ের
ভাবনা, অচিন
কাঠামোর
মাঝে যেন ছটপট করে চলেছে, তার অনুগ্রহের
পথ চেয়ে আছে, তার লাজুক হাতে সঁপে
দিতে চায়, যেন বিগলিত জীবনের
বাদবাকি আবেশ, তখন সে
হয় উঠেছে নবাগতা
শিল্পী, হৃদয়
নিয়ে সে খেলতে চায় অজানা খেলা, জীবন -
তখন শুধুই কাঠের পুতুল, নাচতে
চায় দিবা নিশি তার আঙ্গুলের
ডগায় নিরন্তর - -
- শান্তনু সান্যাল
জীবনের পরিভাষা তখন মনে হলো কত যে
সরল, খোলাখুলি ভাবে সে যেন বলে
গেছে যা নাই তা নাই, তার জন্য
মন খারাপ করা নিরর্থক,
সংক্ষিপ্তে বাস্তবতার
সারাংশ, সে
অনাটকীয় রূপে রেখে গেছে সামনে, মনে হলো
প্রাক মৌসুমী বায়ু বয়ে চলেছে সান্ধ্য গগনে,
তার ওই দিলদরিয়া রূপটি যেন করে
গেছে ভীষণ ভাবে উদ্বেলিত,
সহসা বেখাপ্পা হৃদয়ের
ভাবনা, অচিন
কাঠামোর
মাঝে যেন ছটপট করে চলেছে, তার অনুগ্রহের
পথ চেয়ে আছে, তার লাজুক হাতে সঁপে
দিতে চায়, যেন বিগলিত জীবনের
বাদবাকি আবেশ, তখন সে
হয় উঠেছে নবাগতা
শিল্পী, হৃদয়
নিয়ে সে খেলতে চায় অজানা খেলা, জীবন -
তখন শুধুই কাঠের পুতুল, নাচতে
চায় দিবা নিশি তার আঙ্গুলের
ডগায় নিরন্তর - -
- শান্তনু সান্যাল