একটানা বৃষ্টি থেমেছে তখন, লোড শেডিংএর
কোনো এক সন্ধ্যা, হাওয়ায় সেঁতসেঁতে
ভাব !ওই মধ্যযুগীন অলিন্দের
ঠিক এক কোণায়, ভেজা
অন্ধকারে ছুঁয়ে ছিল
কি যেন -
উষ্ণ কম্পিত অনুভূতি, ঠিক ঘাম ভেজা আধ
খোলা বুকের উপরে, লিখে ছিল আঙ্গুলের
ডগায়, কি যেন মৌন ভাষার এক
পুঁচকে কবিতা, জানতে
চেয়ে ছিল তার
শীর্ষক !
আমি কিন্তু গুলিয়ে ফেলেছি, সঠিক উত্তর না -
পেয়ে সে অস্ফুট শব্দে বলেছিল - এ কি
সব কিছুই যে নোনতা ! শুনেছি
যে ওই নোনা জলের অরণ্যে
মৌচাক ঝুলে রয় উচ্চ
শাখায় - -
তার ওই চাপা খিলখিল হাসির মাঝে খুঁজতে -
চেয়েছিলাম মধুর স্বপ্নের বাসভূমি !
বৃষ্টি বনের কিছু যাযাবর -
বহুরঙ্গী প্রজাপতির
ডানা, কত দূর
গেছি - -
সেই মায়াবী আঁধারের পিছনে সেটা থাক - - -
আজ মেঘে ঢাকা - - ! অনেক সময়
মেঘাচ্ছন্ন আকাশ ভালোই
লাগে ঠিক সকালের
ঘুমের মত !
* *
- শান্তনু সান্যাল