মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪

শেষ প্রহরে - -

রাতের শেষ প্রহরে দেখেছি সৃষ্টির 
বিশৃঙ্খলতা, পৃথিবীর দুরে 
সরে যাওয়া আর 
আকাশের 
ভেঙে 
যাওয়া, আসলে দিগন্ত অনুভূতি 
ও তোমার তথাকথিত 
অশেষ ভালবাসা 
কোথায় 
যেন মিলেও মিলে না, কাল্পনিক -
ওই রেখার ঠিক উপরে
দেখেছি তুমি ও 
আমি 
ভেসে চলেছি সারসের রূপে বহু -
দূর, অজানা অন্তরীক্ষে !
বাস্তবিকতা এবং 
স্বপ্নের 
ওই চিরদিনের দ্বন্দ্ব বাদ দিয়ে - -
মন চায় নীল শুন্যে, দেহ 
ও প্রাণ সম্পূর্ণ ভাবে 
ভাসাতে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
mystic moon 2