আবরণ পড়ে রইলো স্মৃতির আলনায়,
শুন্য ঘরে ছিল অদ্ভুত নিস্তব্ধতা,
প্রবণতার একফালি আলো
ক্রমশঃ গেছে হারিয়ে,
মৌসুমের সাথে
সব কিছুই
যায়
বদলিয়ে, জীবনের আরএক নাম হলো
পরিবর্তন, স্মরণের আয়ু খুবই
সংক্ষিপ্ত, রঙীন অ্যালবাম,
সময়ের সাথে, আস্তে
আস্তে হয়
ওঠে
ধুসর রঙ্গী, চিরস্থায়ী প্রতিশ্রুতির ফুল
যায় শুকিয়ে, ফুলদানি যথারীতি
পড়ে রয়ে একাকী, কোণের
পরিত্যক্ত এলাকায়,
উপেক্ষিত এক
ধারে !
কোনো কারণে যখন হঠাৎ ফুলদানি -
টা যায় ভেঙে, তখন কে যেন
দুঃখিত সুরে বলে যায়
আহঃ রে ভেঙে
গেল, সুন্দর
ছিল !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by michelle - realism
শুন্য ঘরে ছিল অদ্ভুত নিস্তব্ধতা,
প্রবণতার একফালি আলো
ক্রমশঃ গেছে হারিয়ে,
মৌসুমের সাথে
সব কিছুই
যায়
বদলিয়ে, জীবনের আরএক নাম হলো
পরিবর্তন, স্মরণের আয়ু খুবই
সংক্ষিপ্ত, রঙীন অ্যালবাম,
সময়ের সাথে, আস্তে
আস্তে হয়
ওঠে
ধুসর রঙ্গী, চিরস্থায়ী প্রতিশ্রুতির ফুল
যায় শুকিয়ে, ফুলদানি যথারীতি
পড়ে রয়ে একাকী, কোণের
পরিত্যক্ত এলাকায়,
উপেক্ষিত এক
ধারে !
কোনো কারণে যখন হঠাৎ ফুলদানি -
টা যায় ভেঙে, তখন কে যেন
দুঃখিত সুরে বলে যায়
আহঃ রে ভেঙে
গেল, সুন্দর
ছিল !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by michelle - realism