শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

ধুম্র বলয় - -

কোন পরশে জেগে আছে ভেজা চোখের স্বপ্ন, 
ফিরে গেছে দুয়ার হতে, অবশেষে ওই 
বোবা সকালের প্রতিধ্বনি, তার 
অব্যক্ত ভাবনায় ছিল, এক 
সমীপবর্তী প্রলয়ের 
আলোড়ন !
জানি না কি বলতে চেয়েছিল সেই নীরব -
বিক্ষোভ, রেখে গেছে সিঁড়ির অন্তিম 
ধাপে কিছু প্রশ্ন চিহ্ন, মলিন 
বুকের ছাপ, ছেঁড়া 
টুকরো টুকরো 
এক জীবন,
হাঁপানির ভাষা, ক্ষণে ক্ষণে ক্ষয়িত দেহের 
বাধ্যবাধকতা, বেঁচে থাকার অদম্য 
অভিলাষ, ভেসে ওঠা প্রতিমার 
পুষ্প, নকল অলংকার, 
রঙ্গীন মাটির 
 ক্রমশঃ 
গলন এবং নোংরা নদীর তীরে উর্ধ্বগামী
ধুম্র বলয়, সূর্য্য নিখোঁজ - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

thorn beauty