বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১


এক মিষ্টি হাসির বদলে 

অনির্দিষ্ট, অপরিসীম  ছিল গন্তব্য 
অথচ পৌঁছিয়ে গেলাম অনন্য দ্রোণীর 
পরিসরে একদিন, সেই দিব্য গোচরে,
 জীবনের বাস্তবিকতা করেছি 
গ্রহণ আমি, এখানে প্রত্যেক জিনিস 
ছিল ঢালানো সমবেদনার একক রঙে -  
প্রেম ও বলিদানের পথে, অপ্রাসঙ্গিক 
সমস্ত মুখভঙ্গি, শুধুই দেখেছি প্রসারিত 
হাতের ভাবনা, আলিঙ্গনের আকুলতা,
জড়িয়ে ধরা যন্ত্রণাময় আত্মীয়তা,
স্নেহে ভেজানো তুলোর টুকরো,সম -
পরিহিত ব্যথার বেদনা,বুঝতে চেয়েছি 
আহত মুখের মৌন ভাষা, কোথায় যেন 
এখনো আশার কিরণ খেলে যায়,
নদী পাহাদের খেলা, তুলতে চায় মন 
ঝরিত অশ্রু বিন্দু, করতে চায় হৃদয় 
অহংকারের পরিত্যাগ, এক মিষ্টি হাসির 
বদলে সারা জীবনের উপলব্ধি ! সাহারার 
বুকে লুক্কায়িত কন্টকময় প্রসুন, 
পরাগের সন্ধানে যাযাবর প্রজাপতির 
ঝাঁক, মেঘের শামিয়ানা, মরিচিকার 
পথে জলের উল্লম্ফন, আদরে জীর্ণ
 সময়ের জড়িয়ে ধরা, খুঁজে মন এখানে 
কোথায় হারানো ভালবাসা, মানবিকতা !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/