আমি সে নই, যার কল্পনা তোমার বুকে
আছে নিবিড় ভাবে জড়ানো, হাড়
মাংসের বাহিরে এক এমন
মানুষ যে কেবল -
মাত্র সুন্দর
মলাটে গাঁথা, বইর মাঝে পাওয়া যায় -
নিশি পুষ্পের গন্ধে মাখা প্রণয়ী
সুপুরুষ ! আমি আছি
আমার মতো
এলোমেলো
এক এমন প্রাণী, যে সহজে যায় চোখ -
ভিজিয়ে, দেখতে পারে না কারোর
মুখে অনীহা, আসলে আমি
নই সে মানুষ যে
তোমায়
নিয়ে যাবে আকাশগঙ্গার তীরে, আমার
ঠিকানা খুবই রূক্ষ পথের ধারে !
যেখানে হাঁটা সহজ নয়,
প্রতি ধাপে বিপদের
অপ্রত্যাশিত
আগমন,
প্রতি মোড়ে অনিশ্চয়তার কাষ্টফলক -
অদৃশ্য ভাষায় ফিরে যাওয়ার
যেখানে লেখা রয়, এক
বিনম্র আবেদন,
আমি সে
নই যে তোমার আঁচলে সাজিয়ে যাবে
তারকের প্রতিফলন মধ্য রাতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
floating dream
আছে নিবিড় ভাবে জড়ানো, হাড়
মাংসের বাহিরে এক এমন
মানুষ যে কেবল -
মাত্র সুন্দর
মলাটে গাঁথা, বইর মাঝে পাওয়া যায় -
নিশি পুষ্পের গন্ধে মাখা প্রণয়ী
সুপুরুষ ! আমি আছি
আমার মতো
এলোমেলো
এক এমন প্রাণী, যে সহজে যায় চোখ -
ভিজিয়ে, দেখতে পারে না কারোর
মুখে অনীহা, আসলে আমি
নই সে মানুষ যে
তোমায়
নিয়ে যাবে আকাশগঙ্গার তীরে, আমার
ঠিকানা খুবই রূক্ষ পথের ধারে !
যেখানে হাঁটা সহজ নয়,
প্রতি ধাপে বিপদের
অপ্রত্যাশিত
আগমন,
প্রতি মোড়ে অনিশ্চয়তার কাষ্টফলক -
অদৃশ্য ভাষায় ফিরে যাওয়ার
যেখানে লেখা রয়, এক
বিনম্র আবেদন,
আমি সে
নই যে তোমার আঁচলে সাজিয়ে যাবে
তারকের প্রতিফলন মধ্য রাতে - -
* *
- শান্তনু সান্যাল
floating dream