বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

অদৃশ্য ভালবাসা

সিক্ত চোখে তার ওই ভাবে ফিরে চাওয়া, জাগিয়ে 
রাখে জীবনের অঙ্গার, অর্ধ নিবন্ত স্বপ্ন রয়ে 
উদ্দীপ্ত সারা রাত, সাফল্য ব্যর্থতা, 
প্রেম ঘৃনা, আপন পর, উচ্চতম 
নিম্নতম, হারানো পাওয়ার 
দ্বন্দের মাঝে তার প্রণয় 
যেন ভূগর্ভস্থ প্রস্রবণ!
বিস্মিত করে 
যায় 
মনের মরুপ্রান্তর, ভিজিয়ে যায় জীবাশ্ম ভূমির 
ধরাতল, ভাবনার অঙ্কুরিত কচিপাতায়, 
তার লাবণীয় অশ্রুবিন্দু লিখে 
রয়,ভালবাসার নিরব 
শীর্ষক বিহীন 
কাহিনী !
মহাশূন্যের পথে ভেসে আসে সে নিয়ে জীবনের 
বার্তা, মেঘের গায়ে লিখে যায় সে 
শ্রাবণের শ্লোগান, কড়া 
নড়িয়ে  সে লুকিয়ে 
হাসে শিশুবৎ 
হাসি !
আমি খুঁজি সেই হাসি, বাবলা বন পেরিয়ে বকুল 
সীমানায়, দেখি ঝরে আছে ভালবাসার 
অমূল্য কিংশুক কুসুম চারি ধারে,
অদৃশ্য  মধুমাস ধরে আছে 
অনন্ত তৃষা, চিরন্তন 
আকুল মনের 
উপগ্রহ !

--- শান্তনু সান্যাল
  http://sanyalsplanet.blogspot.com/