মধ্যরাত্রি, নিবিড় নীরবতা, ঘোলাটে
চাঁদের আলো,এখন সঠিক সময়,
যদি এতই ভালোবাসো
বেরিয়ে এস -
দেহের
রন্ধ্র হতে, আবেশিত গন্ধ কোষের -
বাহিরে, ছড়িয়ে যাও রেশমী
পাপড়ি, যদিও বুকের
আশেপাশে নাগ -
ফণীর
ঝোপ, বিঁধনের ভয় না হয় তাহলে -
ছুঁতে পার, যেমন ইচ্ছে তেমন,
জীবনের দৃশ্যরূপ, পূর্ণ
উন্মুক্ত, সুন্দর কি
বিশ্রী -
সেটা চোখের প্রতিফলনে নির্ভর - - -
শর্তবিহীন যদি ভাবনার
বিনিময়, তোমার
জন্য প্রস্তুত
দেহের
অপর পারের দুনিয়া,শরীর শুধুই এক
প্রতীক চিহ্ন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Midnight Beauty - unknown art source
চাঁদের আলো,এখন সঠিক সময়,
যদি এতই ভালোবাসো
বেরিয়ে এস -
দেহের
রন্ধ্র হতে, আবেশিত গন্ধ কোষের -
বাহিরে, ছড়িয়ে যাও রেশমী
পাপড়ি, যদিও বুকের
আশেপাশে নাগ -
ফণীর
ঝোপ, বিঁধনের ভয় না হয় তাহলে -
ছুঁতে পার, যেমন ইচ্ছে তেমন,
জীবনের দৃশ্যরূপ, পূর্ণ
উন্মুক্ত, সুন্দর কি
বিশ্রী -
সেটা চোখের প্রতিফলনে নির্ভর - - -
শর্তবিহীন যদি ভাবনার
বিনিময়, তোমার
জন্য প্রস্তুত
দেহের
অপর পারের দুনিয়া,শরীর শুধুই এক
প্রতীক চিহ্ন - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Midnight Beauty - unknown art source