শনিবার, ১০ আগস্ট, ২০১৩

প্রতীক চিহ্ন - -

মধ্যরাত্রি, নিবিড় নীরবতা, ঘোলাটে 
চাঁদের আলো,এখন সঠিক সময়,
যদি এতই ভালোবাসো 
বেরিয়ে এস -
দেহের 
রন্ধ্র হতে, আবেশিত গন্ধ কোষের - 
বাহিরে, ছড়িয়ে যাও রেশমী 
পাপড়ি, যদিও বুকের 
আশেপাশে নাগ -
ফণীর 
ঝোপ, বিঁধনের ভয় না হয় তাহলে -
ছুঁতে পার, যেমন ইচ্ছে তেমন, 
জীবনের দৃশ্যরূপ, পূর্ণ 
উন্মুক্ত, সুন্দর কি 
বিশ্রী -
সেটা চোখের প্রতিফলনে নির্ভর - - - 
শর্তবিহীন যদি ভাবনার 
বিনিময়, তোমার 
জন্য প্রস্তুত 
দেহের 
অপর পারের দুনিয়া,শরীর শুধুই এক 
প্রতীক চিহ্ন - - 
* * 
- শান্তনু সান্যাল   
http://sanyalsplanet.blogspot.com/
Midnight Beauty - unknown art source

কাচিক ভাবনা - -

অনিঃশেষ তার অপেক্ষা আর আমার 
উচ্ছৃঙ্খল ভাসন, অন্তহীন তার 
প্রণয়ের পরিধি, বেঁধে 
রাখতে চায় সে 
মম অস্তিত্ব,
নিজের আবর্তন - বিন্দুর মাঝে, কি 
ভাবে বোঝাই তাকে, আমি 
কবে যে বিলীন, তার 
অন্তরতমের -
ভিতরে,
পরিপূর্ণ দ্রবণ, সে কেন যে খুঁজে - - -
পঞ্চতত্বের রূপে, আমি যে 
বিলুপ্ত তার নিঃশ্বাসে,
বুঝি না তার 
কিসের 
অবুঝ সন্ধান, তার ওই প্রতিচ্ছায়ায় 
অঙ্কিত মম পূর্ণ জীবন, জানি 
না কিসের বিহ্বলতা করে 
মন্থন, তার কাচিক 
ভাবনা !
আমি তার করতলের প্রজাপতি - - -
কিঞ্চিত কম্পনে যাই উড়ে,
বর্ষাবনের ওপারে, 
মহাসিন্ধুর 
পারে,
যাযাবর আমার দেহ, প্রাণ রাখে সে -
নিজের বুকে শক্ত ধরে - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
art by Gautam Patole - India