মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

পূর্ব পরিকল্পিত কিংবা - -

অভিলাষের সিদ্ধি ছিল, হয়'ত প্রচ্ছন্ন 
রূপে বুকের গভীরে, অথবা 
সব কিছুই ছিল পূর্ব 
পরিকল্পিত 
চক্রান্ত !
বলা মুশকিল এই মুহূর্তে, এখন - - - 
স্পন্দনের ঢেউ ফেরার 
পথে, নিঃশ্বাসের 
সমীকরণ 
শুন্য মুখী, বহে গেছে বহু দূর সজল 
সমীরণ, প্রবল বর্ষা সুনিশ্চিত, 
অশনি উৎসের সন্ধান 
পাওয়া এই লহমায় 
বড়ই কঠিন,
আবছা 
দিগন্ত, পৃথিবী ও আকাশের পার্থক্য 
অর্থহীন, অপ্রত্যাশিত সব 
কিছু যেন একাকার,
যা ঘটার ছিল 
সে গেছে 
ঘটে, অনাহূত প্লাবনে ভেঙ্গে গেছে 
জীবনের তটভূমি, এখন 
চার দিকে শুধুই 
ক্লেদিত 
অনুভূতি, ঝুলন্ত বট বৃক্ষের শিকড়ে 
জোনাকির ঝাঁক আর 
গভীরে নিহিত 
প্রণয়ের 
উপত্যকার অন্তহীন জলরাশি - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist Julie Gilbert Pollard