বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

উপকুলের ঠিকানা - -

নিভৃত শেষ প্রহরে, জেগে উঠে মনের প্রতিচ্ছায়া !
আসুরিক আয়নার মাঝে তখন জীবন করে
ছটপট, আসক্তির কস্তুরী ঝরে বিন্দু 
বিন্দু, অতিরিক্ত পিপাসা ঘনিয়ে 
আনে তার প্রণয়ের ঝঞ্ঝা, 
প্লাবিত দেহ ও প্রাণে 
অগোচর শক্তির 
সঞ্চার,  
অর্ধেক নিমগ্ন তরণী যেন খুঁজে উপকুলের ঠিকানা, 
সাধু অসাধুর ভেদাভেদ নিমেষে যায় হারায়ে,
ওই প্রকৃত সত্যের মাঝে লুকিয়ে রয় 
সৃষ্টির সৃজন, মাটির নিচে বীজ -
কণার উত্সর্জন, প্রথম 
কিরণের অপেক্ষা !
নব পল্লবের 
বাসনা,
জড়িয়ে বিশাল বৃক্ষ, আকাশমুখী উঠে যাওয়া, -
জলা ভূমি পেরিয়ে সুদুর বনানীর পথে 
পাড়ি দেওয়া, উন্মুক্ত পৃথিবীর  
আবরণ বিহীন শরীরে, 
যেন অন্তরীক্ষের 
শুন্যে !
নিরন্তর ভেসে যাওয়া, অবাক নীহারিকার আলো,
ঝিমন্ত আকাশগঙ্গা, পিঙ্গলবরণী চাঁদের 
ক্রমশঃ বিলুপ্তিকরণ, অধর তীরে 
সঘন মেঘের নেমে আসা, 
বৃষ্টির অনিবার
রূপে বর্ষণ, 
স্বপ্নময় 
কিন্তু বাস্তবিক উপত্যকায়, বহু ক্ষুদ্র  জল স্রোতের 
অকস্মাত অধিজনন, কলকল ধ্বনির সাথে 
নিম্নাঞ্চলে একরাশ বহে যাওয়া - - - 

- শান্তনু সান্যাল
Painting by Ivan Konstantinovich.jpg