অপ্রস্ফুটিত অভিলাষ - -
তবে কেন যে ফিরিয়ে দিলে দোরগোড়া
হতে, হয় ত চেয়ে ছিলাম ঝোঁকে,
মিষ্টি হাসির মাঝে, এক
মৌন অঙ্গীকার,
ভালবাসার
সন্ধি
নিঃস্বার্থ হৃদয়ের বিনিময়, স্বপ্নিল পথে চলার
সঙ্গী, খোলা করতলে রাখতে চেয়ে ছিল
ভাবনা, কিছু নীল আলোর কণা,
সাত রঙ্গে ছোঁয়া কিছু
সিক্ত প্রতিফলন,
রিক্ত চোখের
আবেদন,
মধুমাসের অনুরণন, বিস্মৃত বসন্তের পুনরায়
অবলোকন, দুই হাত বাড়িয়ে দিতে
চেয়ে ছিল জীবন, কিছু মৌন
গন্ধিত অর্ঘ্য,আবেগময়
স্পন্দন, প্রজ্বলিত
প্রণয় শিখা - -
- শান্তনু সান্যাল