সোমবার, ২৫ মার্চ, ২০১৩

শেষ প্রান্তে - -

আজ ও জ্বলে আছি নিয়ে বুকে অশেষ আবেগের 
অগ্নিশিখা, যদিও দেহের রঙ্গীন মোমের 
খাঁচা, দ্রবীভূত হয়ে গেছে গড়িয়ে 
বহুদূর, সেই অর্ধ তরল 
ধরাতলে অঙ্কিত 
রয়েছে -
কিছু অঙ্গীকারের অমোচনীয় শব্দের শৃঙ্খল, - - 
ঘনীভূত অশ্রু বিন্দুর মাঝে আজ ও 
জেগে রয় তার প্রণয়ের গুপ্ত 
জলধারা, আজ ও
মনে হয় সে 
যেন 
অতৃপ্ত মরুর বুকে যাবে ঝরে, নিঃশ্বাসের শেষ 
প্রান্তে জীবন দাঁড়িয়ে রয় একাকী, ওই 
দিগন্তের চিলেকোঠায়, ভোরের 
আবছা আলোয় সরে 
যায় এক রঙ্গীন 
যবনিকা,
উড়ন্ত মেঘের আঁচল হতে ঝরে যায় স্বপ্নের - - 
বহু চিরকুট - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

sweet combustion