জানতে কী যে যা চাও বুঝি নি আজ ও !
শুধুই সরিয়ে যাও দগ্ধাবশেষ অধিকন্তু,
খুঁজে থাক আঘাতের পুরাকালীন স্মৃতি-
চিহৃ,এই উদারতায় মগ্ন কি ভালবাসা,
অথবা করুনার ছলে দাবার ছক রেখে
স্বৈরাচারী শাসকের ভূমিকায় দাবি ?
এই বিনিময়ের খেলায় চিরদিন কী তুমি
যাবে হয়ে বিজয়ী, যদ্যপি ওই অনুগ্রহে
দেখিছি তোমার অহংকারের পরাজয় !
দেহের মরুভূমিতে চিরকাল অতৃপ্ত -
মেঘের চিরকুট যায় উড়ে,অচৈতন্য মনে
কোনো দিনেই ফণী মনসায় ফুল ধরে না,
সেই আদিম মনোভাবের ধরাতলে দেখেছি
তোমায় বহুবার হেলানো মাথায় কিছু -
ভাবতে,শুন্য জমি তে আঙ্গুলের ডগায় কিছু
লিখতে, কত কাল এই ভাবে গেছি মোরা
পরস্পরের অস্তিত্ব ডিঙিয়ে, তবু ও মনে হয়
অনেক কিছু দেয়া নেয়ার চুক্তি এখনো আছে
বাকি,এই যে লেখচিত্রের বিন্দু অস্থির ভাবে
নড়ে যায় জীবনের জ্যামিতি, কিন্তু সুদূর
মুক্তির পথ সরে যায় অজানা ক্ষিতিজের
সীমান্ত,কালরাত্রি জড়িয়ে বুকের পাঁজর পুনঃ
স্বীকার করে চলে বিনিময়ের বিধান !
--- শান্তনু সান্যাল