প্রতি মোহ
জীবনের উপত্যকা, ভাবনার তরু শাখায়
খেলে অলস রোদের রশ্মি তরঙ্গ,
দিনান্তের সাথে কে যেন
রেখে যায় অলিন্দের
পার্শ্ব রেখায়
রেশমী স্পর্শ, ওই মউ ঝরা সাঁঝের সাথে ভরে -
যায় নিশি পুষ্পের গন্ধ ; মনের গভীর
অঞ্চলে, সান্ধ্য প্রদীপের আলোয়
সেজে উঠতে চায়; মৌন
অন্তরতমের
দেউল,
নীলাভ রাত্রির বুকে লিখে যায় জোছনা ;ক্রমশঃ
স্বপ্নীল চোখের কবিতা - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/