বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১২


প্রতি মোহ

মেঘের ছায়া যেন তার ভালবাসা, ভেসে যায় ছুঁয়ে 
জীবনের উপত্যকা, ভাবনার তরু শাখায় 
খেলে অলস রোদের রশ্মি তরঙ্গ, 
দিনান্তের সাথে কে যেন 
রেখে যায় অলিন্দের 
পার্শ্ব রেখায়
রেশমী স্পর্শ, ওই মউ ঝরা সাঁঝের সাথে ভরে -
যায় নিশি পুষ্পের গন্ধ ; মনের গভীর 
অঞ্চলে, সান্ধ্য প্রদীপের আলোয় 
সেজে উঠতে চায়; মৌন 
অন্তরতমের
দেউল,
নীলাভ রাত্রির বুকে লিখে যায় জোছনা ;ক্রমশঃ 
স্বপ্নীল চোখের কবিতা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


art of Shay Niimi Wahl