বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪

বহু কৌণিক ভাঙন - -

অনেক কিছুই বলার ছিল, কিন্তু -
তার কাছে সময় ছিল খুবই
অল্প, সুতরাং ভাবনার
গিঁট, যথারীতি
রইলো
আখোলা, অবশ্যই সে বলে গেছে
চোখের ভাষায় অনেক কিছু,
তার ফিরে যাওয়ার
পরে চার দিকে
ছিল এক
অদ্ভুত নীরবতা, ওই নিস্তব্ধ ক্ষণে
দেখেছি নিজের প্রতিবিম্বের
বহু কৌণিক ভাঙন,
খুব একাকী
তখন
জীবন দাঁড়িয়ে রইলো এক অন্ধ -
উপত্যকার কাছে, বিষন্ন মনে
চেয়ে আছে জোনাকি -
দের ঝিকিমিকি,
যাযাবর
বুনো গন্ধের সাথে তাদের অবুঝ
খেলা, ওই আবছা আলোয়
হয় 'ত ফিরে দেখেছে
সে আমায়,
অথবা
সেটা ছিল আমার স্বপ্নীল ফুলে - -
সাজানো ফুলদানি, নিঃশব্দে
গেছে ভেঙ্গে মেঝের
উপরে - -

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.com/
Painting by George Cochran Lambdin