সোমবার, ১০ অক্টোবর, ২০১১


কাচনিভ প্রান্তর 

দ্রাবিত মুহুর্তে দেখিছি সেই সংকেত লিপি, ভেসে 
চলেছে যেন আবেশিত মুহুর্ত গুলো চোখের 
সজল ধরাতলে, মুক্ত করতলে খুঁজেছি 
জীবনের অতিক্রান্ত রেখা, নিয়তির 
অসমাধিত হেঁয়ালি, দেহের 
কাচনিভ প্রান্তর শুধুই 
আঁচড় ভরা, 
ওই স্বপ্নলোকে তুমি আছো, প্রেম আছে, অনেক 
কিছু, তবুও অন্ত: সারশূণ্য, বুকে উঠে 
মৌন বেদনা, চারদিকে শিলাসদৃশ
বহু মুখ চেয়ে রয় সন্দেহপূর্ণ 
ভাবে, মনে হয় জানতে 
চায় -
কবে আসবে সেই শ্রীমন্তীয় সকাল,ছড়িয়ে যাবে 
অপ্রত্যাশিত ফুলের গন্ধ, ভরে যাবে 
তৃণে তৃণে দীপ্ত প্রভা, জীবনের 
প্রাচ্য আকাশে উঠবে 
নতুন সূর্য্য,
পঙ্কের শিশু প্রজাপতির ঝাঁক, ডানা মেলতে চায় 
শুনেছে যেন বর্ষার আগমন, খুঁজে মন 
তোমার হৃদয়ের ঠিকানা, ভিজতে 
বারে বারে ভালই লাগে, যদি 
অসময়ে ঝরে এক পশলা 
বৃষ্টি, সাঁঝের পূর্বে 
শুক্রতারা -
আনচান, উঠতে চায় তিমিরের
বক্ষে উন্মত্ত ভাবে.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist~Marina Petro, Saratoga Springs, NY USA