শুকনো ঝরা পাতার সঙ্গে প্রায়শ কথা বলে -
সরু পাহাড়ি নদী, কোন শীতকালের
চুপসান সন্ধ্যার ঘটনা, যখন
সবুজ ভাবনারা চেয়ে
ছিল ছুঁতে বুকের
হুলুস্থূল
তরঙ্গ, ডুবতে চেয়ে ছিল গহিন অন্তর দ্রোণীর
শেষ প্রান্তে, শিকড় হতে আনত কচি
ডগা পর্যন্ত, ভরতে চেয়ে ছিল
চিরহরিৎ অনুভূতি, হয়
ত কিছুটা এগিয়ে ও
ছিল সম্ভবত
কিন্তু
মৌসুমের আগে সব কিছুই বৃথা, না আর সে
তুমি শিরীষ ফুলের বিরাট গাছ, না
আর আমি শৃঙ্খল ভাঙ্গা
শ্রাবণী মুক্তধারা,
শুধুই চেয়ে
রই
তোমার পল্লব বিহীন শাখা প্রশাখা, কঙ্কাল -
রুপি দেহ, আর এক ফালি শ্বেত মেঘ,
তবু বহে যাই বুকে নিয়ে কিছু
অঞ্জলি ভরা ভালবাসা !