শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১১



জীবন তৃষ্ণা 

পরিত্যক্ত নদীর হ্রদ, গ্রীষ্ম উত্তাপে হয় উঠে 
প্রাণবন্ত, তৃষ্ণার্ত মৃগ পাল নিঃশব্দ 
পদক্ষেপে নামে জল কুম্ভের 
জগতে, অরণ্য এখন 
নিঝুম, হৃদয়ের 
স্পন্দনে, 
আতঙ্কের ঢেউ খেলে যায় ঐন্দ্রজালিক খেলা, 
শান্ত ঝিলের কম্পিত বুক শিহরিয়ে 
উঠে সহসা, পাতা ঝরার  শব্দে -
ও যেন জীবন, ঝুলে রয় 
শুন্যে, হাঁটু গভীর 
জল যেন 
অসহায় দৃষ্টি তে দেখে যায় আসন্ন ঘটনাক্রম,
মৃগ সারের সজল নয়নের ভাষা, কেও 
কি কোনো দিন জানতে চেয়েছে,
দুঃস্বপ্ন জড়ানো সেই 
বাঁচার প্রচণ্ড
ইচ্ছা, 
সে মৃত্যুর ভয় ভুলে যায় নিমেষে, সারংদল 
এবং শিকারীর লুকোচুরির এই খেলা 
চলে মধ্য নিশির শীর্ষে, অবিরাম, 
প্রাগৈতিহাসিক প্রবৃত্তি সহজে 
জেগে উঠে ব্যাপক ভাবে 
তিমিরাচ্ছন্ন মুহুর্তে,
কে বিজয়ী 
কে বা পরাজিত, বলার কিছুই নয় যদি 
জানার ইচ্ছে করে কোনো দিন 
চলে আসবে মহুয়া ঝরার 
মাসে, রক্ত রঞ্জিত 
ধরাতলে, 
খুঁজে যদি পাও হাড়, মাংস, হৃতপিন্ডের 
অবশেষ, নিঃশ্বাসের কিছু টুকরো,
স্বপ্নের বিছিন্ন পাতা, জীবনের 
ছড়ানো নিপীড়িত পাপড়ি,
ম্লানমুখী নিশি পুষ্পের 
গন্ধ, হারানো 
প্রতিবিম্বের এক মুঠো আলো, অশ্রুবিন্দু.

-- শান্তনু সান্যাল   
painting by - Phillippa-Cannan