দ্রুত ডাঙ্গা পরিবর্তনকারী সে একটি নদী, বিহান
lotus pond
ও সাঁঝের মাঝে রেখে যায় ঊষর অনুভূতি,
ওই অবশেষের তীরে উঁকি দিয়ে রয়
কিছু আহত ভাবনার রঙ্গীন
খোল, জীবন ভেসে
ওঠে মাঝ
প্রবাহ
হতে, নিয়ে বুকে, মধ্য রাতের ভাঙা স্বপ্নের চাপা
ক্রন্দন, সেই সরু গলির মুখে দাঁড়িয়ে রয়,
শেষ প্রহরের পরিশ্রান্ত জোছনা, তার
বিবশ ভালবাসা ডুবন্ত চোখে
বলতে চায় অনেক
কিছু, কিন্তু
রাতের
রহস্যময় আঁধারে ক্রমশঃ হারিয়ে যায় একমাত্র
নিশানদিহি, সজল জীবনের উর্বর প্রান্তর,
সকালমুখী যেন ট্রেনের যাত্রী চেয়ে
আছে পিছিয়ে যাওয়া সমস্ত
জলাভূমি, নুঁয়ে পড়া
নারকোল গাছ,
কলমির
গন্ধ, পুকুর, ঘাট, একাকী মাছরাঙ্গা, উলঙ্গ শিশু,
ভেজা কচুরিপানার ভাসন্ত জগৎ - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/