ভাবনার বৃত্তে শুধুই
দেখেছি,
অল্প সামান্য, আশা নিরাশার
আলেয়া, ক্ষুদ্র বিনিময়
ক্ষিতিজের অনুপ্রস্থে ও আছে
বৃহৎ ভিন্ন পৃথিবী,
সজাগ নীলিমা,
ভাসন্ত
মহাসিন্ধু, সপ্তরঙিয় উর্মিমালা,
বুঝিয়ে গেছ সে দিন তুমি
অনুঘটক দৃষ্টি তে,
উলাহনার সুরে,
ব্যঙ্গের বাণে,
তিক্ত ক্রমিক বিকাশের দাবি !
জানি না কিন্তু --
অহংকারে
আন্তরিক আঘাত, দর্প চূর্ণ করে
গেছে যেন পুরাতন
খনির প্রস্তর
ভেঙে
উঠে ভূমিকম্পের পূর্বাভাসে,
কাপুরুষ ও পূর্ণ পুরুষের
মধ্যি খানি যেন
অদৃশ্য রেখা,
গড়ে পরিভাষা, নব প্রজন্মের
বাসভূমি, নদী, পাহাড়
দেবালয়,চায় বেঁচে
থাকার অধিকার,
ছিন্ন ভিন্ন
আরশি করে প্রশ্ন
অস্তিত্ব, সম্মান, সংস্কৃতির ভাঙা
চিরকুট, স্বাধীনতার অর্থ
নেমে আসে মুহুর্তে
ক্রুসবিদ্ধ
ধরাতলে,
অন্ন ছাড়া ও জীবনে অনেক কিছু
চাই, আমি একাকী তুলি
প্রতিবিম্বের টুকরো,
দীপ নিয়ে
কম্পিত হাতে রেখে আসি ক্ষীণ
সাঁঝের আলোয়, মন্দির
সোপানে, তোমার
প্রণয়ের তুলসিমালা,
শুধায় বন্দ দ্বারের রহস্য
দেবতারা এখন শয়নে, শিউলি
ঝরে আপন মনে, বলি দাও -
এক রাত্রির অভয়দান !