মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১১


ঝড়ের পূর্বে

চক্রবাতের আভাস হয় ত পেয়ে ছিল,
সুদুর তীরের আকাশে উড়ে 
গেছে সারস যুগল, 
ষষ্ঠেন্দ্রিয়র 
জাগরণ,
সে দিন ও ঘনিয়ে এনেছে নিরবতা -
কিন্তু বুঝতে যুগ গেছে গড়িয়ে,
আবেগহীন ঝড় যখন 
গেছে বহে, তুলতে 
পারি নি মন,
ছাদের দড়ি রইলো নিঃশব্দ, অনুপায়,
উড়িয়ে নিয়ে গেছে প্রচণ্ড বায়ু -
বেগ, ঝুলানো স্বপ্নের কিছু 
রঙ্গীন পটশিল্প, আদ্র
ভাবনা, বিক্ষিপ্ত 
আবেশ, 
রিক্ত হাতে, নেমে এসেছি, আকাশ তখন 
বাষ্পময়, মেঘের অভিমান চুর 
ছড়িয়ে চলেছে জলবিন্দু,
কৌতুহলে খুলে 
দিয়েছি 
সদর দরজা, তার  আসা পর্য্যন্ত হয় ত 
জ্ঞান ছিল, পরবর্তী মুহূর্তে কি 
যে ঘটল, না আমি জানি 
না সে জানে, যখন 
ফিরে পেয়েছি 
চেতনা,
দেখি ফিরে এসেছে উড়ন্ত সিক্ত আবরণ,
ছাদের জগতে এখন চন্দ্রপ্রভা,
লেবু ফুলের গন্ধে 
উদ্ভাসিত
দেহ
ও প্রাণের উন্মুক্ত চিত্রবীথি, নিমগ্ন জীবন,

--- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/  
PAINTING BY -  CHRIS PLUNKETT